ফিক্সড ডিপোজিটে মিলছে ৯.১০% সুদ! এই ব্যাঙ্কগুলোয় বিনিয়োগ করলে মোটা রিটার্ন নিশ্চিত

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটকে (Fixed Deposit)। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে এখান থেকে পাওয়া যায় নির্দিষ্ট পরিমাণ সুদ। মে মাসে বেশ কিছু ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। বিভিন্ন স্মল ফিন্যান্স ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিটের উপর দিচ্ছে মোটা পরিমান সুদ। চলুন আজ আমরা জেনে নেব কিছু ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে যেগুলি মে মাসে পরিবর্তিত হয়েছে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া : স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাংক। নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে ১৫ ই মে থেকে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংক : দু কোটি টাকার কম আমানতের উপর সুদের হার পরিবর্তন করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে ১৫ ই মে থেকে। সাত দিন থেকে দশ বছরের স্থায়ী আমানতে এই ব্যাংক প্রদান করছে ৩% থেকে ৭.৯০% সুদ। এই ব্যাংক প্রবীণ নাগরিকদের ০.৫০% সুদ অতিরিক্ত দিচ্ছে। এই ব্যাংক থেকে প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ ৮.৪% সুদ পেতে পারেন।

আরোও পড়ুন : এবার আরো সস্তায় হয়ে যাবে সিকিম সফর! কমে যাচ্ছে গাড়ি ভাড়ার খরচ, নির্দিষ্ট রেট প্রকাশ সরকারের

ডিসিবি ব্যাংক : ২ কোটি টাকার কম স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে ডিসিবি ব্যাংক। ২২ শে মে থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার। ১৯ মাস থেকে ২০ মাসের স্থায়ী আমানতে পাওয়া যাচ্ছে ৮.০৫% সুদ। এই মেয়াদে টাকা গচ্ছিত রাখলে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৮.৫৫% সুদ।

আরবিএল ব্যাংক : সুদের হার পরিবর্তন করেছে আরবিএল ব্যাংক। ১৮ থেকে ২৪ মাসের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক প্রদান করছে ৮% সুদ।

আরোও পড়ুন : মাধ্যমিক উত্তীর্ণ হলে মিলবে পোস্ট অফিসে চাকরি! মাসিক বেতন ৪০ হাজার টাকা,অ্যাপ্লাই না করলেই লস

সিটি ইউনিয়ন ব্যাংক : এই ব্যাংকের স্থায়ী আমানতে পাওয়া যাচ্ছে ৫% থেকে ৭.২৫% সুদ। ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ।

Bank FD Scheme

উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক : ১ লা মে থেকে স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক। স্থায়ী আমানতে এই ব্যাংক প্রদান করছে ৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৮.৫০ শতাংশ সুদ। দুই বছর থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা সর্বোচ্চ ৮.৫০% সুদ পেয়ে যাবেন , সেখানে প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৯.১০% সুদ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর