বাংলা হান্ট ডেস্কঃ সিকিমে (Sikkim) বিপর্যয়! সিকিমে আকস্মিক বন্যা, চুংথামে ব্যাপক জলস্ফীতি। প্রবল বর্ষণে, তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের সিনথামে সেনাছাউনি। যার জেরে ২৩ জন জওয়ান (Army) নিখোঁজ (Missing) বলে জানা যাচ্ছে। তলিয়ে গেছে একাধিক সেনার গাড়িও। সেনা বাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করে এই বিপর্যয়ের খবর জানানো হয়েছে।
সেনার তরফে জারি করা বিবৃতি মারফত জানা গিয়েছে, আজ সিংতামে যে সেনার ছাউনি ছিল সেই ছাউনিতে হঠাৎই জল প্রবেশ করতে শুরু করে। ব্যাপক জলস্ফীতির কাদনে তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। সেই সঙ্গে এখনও নিখোঁজ ২৩ জওয়ান।
ইতিমধ্যেই তাদের খোঁজ চালানোর কাজ শুরু হয়েছে। নিখোঁজ সেনারা ভেসে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাহাড়ে ধস নামতে শুরু। সব মিলিয়ে তাণ্ডব শুরু হয়েছে। সিকিমে লাচেন উপত্যকায় তিস্তা নদীতে হড়পা বানের জেরে এলাকায় ঘোর আতঙ্ক ছড়িয়েছে। নদীর জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আজই আসবে সুখবর! রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, কারা পাবেন?
আরও পড়ুন: ভাঙবে পূর্বের সমস্ত রেকর্ড! আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
সেনা সূত্রে জানা গিয়েছে, সিংটামের কাছে বারডাঙে সেনার গাড়ি দাঁড়িয়ে ছিল। তবে চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার জেরে তিস্তায় হড়পা বান তৈরী হয়। হঠাৎ করে হড়পা বান চলে আসায় গাড়িগুলি ভেসে তলিয়ে যায়। বর্তমানে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। এত বড় দুর্ঘটনা সিকিমের বুকে এই প্রথম বলে সেনাবাহিনী তরফে খবর।