জরুরি বিমান অবতরণে দূর্ঘটনা,মৃত ৪১

বাংলা হান্ট ডেস্ক:রাশিয়ায় বিমানের জরুরি অবতরণ এর ভয়াবহ দুর্ঘটনা। মারা গিয়েছেন ৪১ জন তার মধ্যে রয়েছে দুটি শিশু। ঘটনাটি ঘটেছে রবিবার।

জানা গিয়েছে,রবিবার সন্ধ্যে ৬ টা নাগাদ বিমানটি অর্ডার পড়ে তার মধ্যে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়।বিমানটির পাইলট সেই খবর দেন এটিসিতে।ফলে তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করাতে বলা হয়।

সন্ধে ৬:৩০ টা নাগাদ বিমানটি জরুরি অবতরণ করলে সেটিতে আগুন লেগে যায়। বিমানের জ্বালানি ট্যাংক ভর্তি থাকায় আগুন এর দাপট বেড়ে যায়।শেরেমেটিয়েভো বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা যাত্রীদের নামিয়ে আনার চেষ্টা করে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিতে মোট ৭৮ জন যাত্রী ছিলেন। খবর পাওয়া গিয়েছে ৩৭ জন বেঁচে আছে।

9ca40 img 20190506 wa0233রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিক পুতিন এই ঘটনায় শোক প্রকাশ করেন।

সম্পর্কিত খবর