বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। অনেকেই এই সময়টাতে নতুন মোবাইল ফোন কিনে থাকেন। আপনিও কি পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মোবাইল ফোন কেনার জন্য অধিকাংশ মানুষ অনলাইন মাধ্যমের উপর ভরসা রাখেন।
ফ্লিপকার্ট, আমাজনের মতো ই-কমার্স সংস্থাগুলিতে একদিকে যেমন থাকে বিপুল স্টক, অন্যদিকে এই সংস্থাগুলি থেকে ফোন কিনলে পাওয়া যায় বিশেষ ছাড়। উৎসবের মরশুমে আমাজন,ফ্লিপকার্ট এই দুই ই-কমার্স সংস্থাই ফেস্টিভ সেল শুরু করে। আগামী ৮ই অক্টোবর থেকে অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Great Indian Festival 2023) এবং ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ (Big Billion Day) সেল শুরু হবে।
আরোও পড়ুন : এবার বাংলার লোকাল ট্রেনেও থাকবে প্রথম শ্রেণীর কামরা! যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নতুন উদ্যোগ রেলের
অনেক গ্রাহকই সারা বছর অপেক্ষা করে থাকেন এই সেলের সময়টার জন্য। কারণ এই সময়টাতে স্মার্টফোনের উপর ই-কমার্স সংস্থাগুলি দিয়ে থাকে বিশেষ ছাড়। অ্যামাজন জানাচ্ছে, তাদের ফেস্টিভাল সেল চলার সময় যদি কোনও গ্রাহক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তাহলে থাকবে ১০% ছাড়।
আরোও পড়ুন : বন্ধ হতে চলেছে জি বাংলার দুটি জনপ্রিয় সিরিয়াল! মন খারাপ দর্শকদের
অপরদিকে flipkart এর পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং আইসিআইসিআই কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে তারা দেবে ১০% ছাড়। অ্যামাজনের ওয়েবসাইটের প্রাপ্ত তথ্য অনুযায়ী, One Plus 11R 5G (8GB/128 GB) ফোনটি সেলের সময় পাওয়া যাবে ৩৯,৯৯৯ টাকায়। এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রি হবে ৩৯,২২০ টাকায়।
iPhone 14 Plus (128GB) ৭১,৯৯৯ টাকায় পাওয়া যাবে আমাজনে, সেখানে ফ্লিপকার্ট এই ফোন বিক্রি করবে ৭৩,৯৯৯ টাকায়। Samsung Galaxy S23 Ultra 5G (12GB/256GB) আমাজনে সেলে ১,০৪,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। ফ্লিপকার্টে এই ফোনটির দাম আবার ১,২৪,৯৯৯ টাকা।