পুরোনো মোবাইল এক্সেঞ্জ করলে Flipkart দেবে ১০০% দাম, এল দুরন্ত smart pack

অবিশ্বাস্য হলেও flipkart নিয়ে এসেছে এক দুর্দান্ত স্কিম। এবার নতুন ফোন (smart phone) কেনার সময় আপনি যদি আপনার পুরোনো ফোনটি এক্সচেঞ্জ করেন তবে পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত দাম৷ অর্থাৎ পুরোনো ফোনটি আপনি যে দামে কিনেছিলেন সেই দামই আপনাকে এক্সচেঞ্জের সময় দেবে ফ্লিপকার্ট।

images 2021 01 13T204815.700

 

আগামী ১৭ জানুয়ারি থেকে ফ্লিপকার্ট এই বিশেষ ‘smart pack’ অফারটি দিচ্ছে। এই অফারে বলা হয়েছে স্মার্টফোন কেনার ১২ মাস কিংবা ১৮ মাস এর মধ্যে  ফোনটি রিটার্ন করলে ১০০ শতাংশ দাম পাওয়া যাবে।

গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ নামের তিনটি প্যাক রেখেছে ফ্লিপকার্ট। গোল্ড প্যাক কিনলে আপনি পুরোটাই ফেরত পাবেন। অন্যদিকে সিলভার ও ব্রোঞ্জ প্যাক কিনলে পাবেন যথাক্রমে ৬০ থেকে ৮০ শতাংশ।

গোল্ড প্যাকটির দাম নির্ধারণ করা হয়েছে ৮৭৯ টাকা। অন্যদিকে সিলভার প্যাকটির জন্য ৬৭৯ টাকা ব্যয় করতে হবে। ব্রোঞ্জ প্যাকটির জন্য খরচ করতে হবে মাত্র ৩৯৯ টাকা। এই প্যাকে অতিরিক্ত সুবিধা হিসাবে থাকছে SonyLiv, Zee5 Premium, Voot Select, Gaana+, Practo, Tinder  এর ফ্রি অ্যাক্সেস এবং Myntra, Uber, Barbeque nation সহ একাধিক সংস্থার ২০ হাজার টাকা পর্যন্ত কুপন।

আসুন জেনে নি কোন কোন ফোন এই তালিকায় রয়েছে

৭ হাজার টাকার নীচেঃ Redmi 8A Dual, POCO C3, Nokia C3, Lava Z66
৭ থেকে ১০ হাজারঃ POCO M2, Realme C12, Narzo 20A, Redmi 9i
১০ থেকে ১৫ হাজারঃ POCO M2 Pro, Moto G9 Power, Redmi 9 Prime, Narzo 20 Pro, Realme 7 p
১৫ থেকে ১৭ হাজারঃ POCO X3, Samsung Galaxy F41, Vivo Y50

 

সম্পর্কিত খবর