চাকরী ক্ষেত্রে বাধা, শনি দেবের দৃষ্টি! এই সকল উপায় মেনে চললেই, ফল মিলবে হাতেনাতে

বাংলাহান্ট ডেস্কঃ জীবনে চলার পথে সকলেই শনি দেবকে (shani dev) কিছুটা সমঝে চলার চেষ্টা করেন। কারণ, মনে করা হয়, যার উপর একবার শনি দেবের কুদৃষ্টি পড়বে, তাঁর জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। আবার অনেকের জীবনে কাজের পথেও বাধা হয়ে দাঁড়ান শনিদেব।

03 10 2020 shanidev puja on saturday 20823867 1

তাই বিশেষ কিছু নিয়ম মেনে চললে চাকরীর ক্ষেত্রে এই বাধা দূর করা সম্ভব। জেনে নিন উপায়-

965939820

একটি বাটিতে সর্ষের তেল নিয়ে, তাতে বাম হাতের মধ্যমা আঙুল ডুবিয়ে ‘ওম শং শনৈশ্চরায় নমঃ’ শনি মন্ত্র জপ করুন। এরপর ওই তেল নিয়ে অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালান। এইভাবে পরপর তিন শনিবার করলে যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিত।

toplkj

সন্ধ্যাবেলা বাড়ির প্রধান দরজার সামনে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা পাঠ করুন। পরপর তিনটি শনিবার এই কাজ করলে, নিজের পছন্দ মত জায়গায় চাকরীর বদলি নিতে পারবেন।

fresh powdar b 20180216164234

প্রথমে শুক্রবার কালো ছোলা বা দেশী ছোলা ভিজিয়ে রাখুন। তারপর সেটি সর্ষের তেলে ভেজে নিন। এর মধ্যে নুন বা কোনরকম মশলা দেবেন না। তারপর সেটি শনিবার কোন পশুকে দিয়ে খাইয়ে দিন। পরপর তিনটি শনিবার এই কাজ করলে ফল মিলবে হাতেনাতে।

bc1b96437624b7becfba343042d00b120c8e10d04563a1e281ab373cd22c80f5

প্রতি শনিবার করে পিঁপড়েকে আটা খাওয়ান এবং মাছকে আটার গুলি খাওয়ান। তবে ভুল করেও মিষ্টি খাবেন না। এমনটা করলে, চাকরীতে উন্নতি হবেই।

2 1541153225

শনিবার অশ্বত্থ গাছের তলায় সরষের তেলের চতুর্মুখী প্রদীপ জ্বালিয়ে সেখানে বসেই ১০৮ বার শনি মন্ত্র- ওম শং শনৈশ্চরায় নমঃ-এর জপ করার পর শেষে অশ্বত্থ গাছের পরিক্রমা করুন। পরপর ১১ টি শনিবার এই কাজ করলে চাকরি থেকে বহিষ্কারের আশঙ্কা অনেকটাই কমবে।

Smita Hari

সম্পর্কিত খবর