বাংলা হান্ট ডেস্ক: বর্তমান ডিজিটাল বিশ্বে একটি ছোট ভুলেই আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। এমনিতেই, স্মার্টফোন (Smartphone) এবং ইন্টারনেট (Internet) আমরা সকলেই কমবেশি ব্যবহার করি। আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এগুলি। যদিও, মানুষের অসাবধানতাকে কাজে লাগিয়ে ইন্টারনেট এবং স্মার্টফোনের মাধ্যমেই বিভিন্ন ধরণের প্রতারণা ঘটাচ্ছে প্রতারকরা। যার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সাধারণ মানুষ। এমনকি, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক করেছে সখোদ RBI (Reserve Bank Of India)।
সবথেকে চিন্তার বিষয় হল, প্রতারকরা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করে মানুষকে ঠকাচ্ছে। এরকমই একটি উপায় হল অজানা লিঙ্কের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা। যেখানে, প্রতারকরা ফিশিং লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করে। যখনই কেউ তাদের ফাঁদে পা দেন যত তৎক্ষণাৎ প্রতারকরা তাঁদের ব্যাঙ্কিং ডিটেলস চুরি করে নেয়।
প্রতারকরা কিভাবে মানুষকে ফাঁদে ফেলে: ইতিমধ্যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে RBI সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওতে কেন্দ্রীয় ব্যাঙ্ক সাধারণ মানুষকে অজানা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে। মূলত, SMS বা ইমেলের মতো যেকোনো মাধ্যমে এই লিঙ্কগুলি আপনার কাছে পৌঁছতে পারে। ব্যাঙ্ক জানিয়েছে যে, এই অজানা লিঙ্কে ক্লিক করলে, প্রতারকরা ব্যাঙ্কিং ক্রেডেন্সিয়াল চুরি করে নেয়।
Be alert, never click on unknown links! @RBIsays that by doing so, you may risk exposing your bank account to fraud. #RBIKehtaHai #DigitalPaymentSafePayment #HarPaymentDigital pic.twitter.com/jfyvLv31h8
— Digital India (@_DigitalIndia) April 3, 2024
ওই ডিটেলসের সাহায্যে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে আপনার টাকা চুরি করে ফেলতে পারে। আমরা অতীতে এমন অনেক ঘটনা দেখেছি, যেখানে বহু মানুষ অনলাইনে প্রতারণার শিকার হয়। এদিকে, প্রতারকেরা শুধু ফিশিং লিঙ্কের মাধ্যমেই নয়, পাশাপাশি ওটিপি, কাস্টমার কেয়ার, সেক্সটর্শন এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমেও প্রতারণা করে।
আরও পড়ুন: “রিঙ্কু মেয়েদের নাম”, মস্করা শুনে ভুগেছেন হীনমন্যতায়, অজানা কাহিনী জানালেন KKR তারকা
তবে, সাম্প্রতিক সময়ে সর্বাধিক আলোচিত বিষয় হল পুলিশ অথবা অন্য কোনো আধিকারিকের ছদ্মবেশে ফোন করে প্রতারণা করা। এই ধরণের প্রতারণার ক্ষেত্রে, প্রতারকরা সাধারণ মানুষকে ফোন করে এবং আধিকারিকদের নাম করে তাঁদের হুমকি দেয়। শুধু তাই নয়, প্রতারকেরা মানুষকে ভয় দেখানোর জন্য ডিজিটালি গ্রেফতারও করে।
আরও পড়ুন: “মমতা ব্যানার্জির নির্দেশে….”, কোলাঘাটের বাসভবনে হানা দেওয়া পুলিশ আধিকারিকদের ছবি প্রকাশ শুভেন্দুর
কিভাবে প্রতারণার হাত থেকে বাঁচবেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অনলাইন দুনিয়ায় নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে সহজ উপায় হল সতর্ক থাকা। এর পাশাপাশি, আপনাকে প্রতারকদের প্রতারণার বিভিন্ন পন্থা সম্পর্কেও সচেতন হতে হবে। সামগ্রিকভাবে, আপনি নিজেকে নিরাপদ রাখতে নিম্নলিখিত কিছু পদক্ষেপ অনুসরণ করতে পারেন।
১. অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
২. কোনো লোভনীয় বার্তা বা ইমেইলের ফাঁদে পা দেবেন না।
৩. অপরিচিত নম্বর থেকে আসা কলগুলিতে মাথা ঠান্ডা রেখে সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানান।
৪. পুলিশের নামে কেউ হুমকি দিলে সেই বিষয়ে সতর্ক থাকুন।
৫. যে কোনও পরিস্থিতিতে, যদি আপনি মনে করেন যে কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে তাহলে তৎক্ষণাৎ পুলিশকে জানান।