রেশন পরিষেবা নিয়ে বড় ঘোষণা করলো খাদ্য দপ্তর, ১০ মাস ধরে চলা প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত বদল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এখন থেকে প্রতিটি পরিবারের মাসিক রেশনের পরিমাণ কত হবে? এই প্রশ্নের সহজ উত্তরের জন্য এসএমএস পরিষেবা শুরু করল পশ্চিমবঙ্গ খাদ্য দফতর। যাদের মোবাইল নম্বর নথিভুক্ত আছে, তাদের মোবাইলে মাসের শুরুতেই এসএমএস চলে আসবে। সেই বার্তায় সেই পরিবার প্রতি মাসে কি পরিমাণ রেশন পেতে পারে, তা জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের মোট ১ কোটি ৭০ লক্ষ উপভোক্তা এই বার্তার মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারছে বলে খাদ্য দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছে। দুয়ারে রেশন বা ডিলারের কাছে গিয়ে যাতে কোনওভাবে না ঠকে যেতে হয়, তার কারণেই এই বিশেষ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর।

সূত্রমারফত পাওয়া খবর অনুযায়ী এখনও রাজ্যের প্রায় ৮ কোটি উপভোক্তার ফোন নম্বর রেজিস্ট্রার করা এখনও বাকি আছে। ২০২০ থেকেই ফোন নম্বর রেজিস্টার করার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের খাদ্য দফতর। এর ফলে রাজ্যের প্রতিটি উপভোক্তার পরিবারের কাছে রেশন সংক্রান্ত সঠিক এবং বিস্তারিত তথ্য পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এই নিয়মের ফলে কোনরকম জালিয়াতি সম্ভাবনা থাকবে না বলে মনে করা হচ্ছে

একই সাথে কিছুটা খরচ বাঁচাতেও তৎপর খাদ্য দফতর। বাছাই করা কিছু অব্যবহৃত রেশন কার্ড নিষ্ক্রিয় করার পথে দফতর। খাদ্য দফতরের থেকে আনা সূত্রের খবর বলছে যে তাদের নজরে রয়েছে ৫০ লক্ষ রেশন কার্ড। আপাতত এই রেশন কার্ডগুলি ব্লক করছে খাদ্য দফতর। নকল, অস্তিত্বহীন গ্রাহক, অযোগ্য ও মৃত ব্যক্তি সব মিলিয়ে এই বিশাল সংখ্যক কার্ডের খোঁজ পেয়েছে তারা।

গত বছরের মাঝামাঝি থেকেই এই রেশন কার্ড নিষ্ক্রিয় করার কাজ করে চলেছে এই বিশেষ দফতর। আগের বছরই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ব্যক্তি, জাল গ্রাহকদের রেশন কার্ডগুলিকে চিহ্নিত করে সেগুলোকে তালিকা থেকে ছাঁটাই করার পরামর্শ দিয়েছিলেন। তারপরে খুব দ্রুতই সেই কাজ শুরু হয়। রাজ্য খাদ্য দফতরের দাবি এই প্রক্রিয়ার জেরে বিশাল পরিমাণ অর্থ সাশ্রয়ও হচ্ছে তাদের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর