রেশন ব্যবস্থায় নয়া পদক্ষেপ খাদ্য দফতরের! অনলাইনেই করুন যাবতীয় কাজ

বাংলা হান্ট ডেস্ক :এদিকে রেশন ব্যবস্থায় দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতা আনতে ইতিমধ্যেই ডিজিটাল রেশন কার্ড চালু করেছে রাজ্যের খাদ্য দফতর। ভর্তুকিযুক্ত রেশন কার্ড দেওয়ার পাশাপাশি ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন নেওয়ার কাজ চলছে রাজ্যের খাদ্য দফতরের তরফে। ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য অনলাইনে 30 নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে। এরই মধ্যে আবার রাজ্যবাসীর সুবিধার জন্য রেশন ব্যবস্থার ডিজিটাইজেশন চালু করতে চাইছে রাজ্য সরকার তাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে যাতে কাজ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে খাদ্য দফতর।digital ration card 1

চলতি বছরের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই অফলাইনের পাশাপাশি যাতে অনলাইনে ফর্ম পূরণ সহ রেশনের একাধিক আনুসঙ্গিক কাজ কর্ম সম্পন্ন করা যায় তার জন্য ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। তাই ডিসেম্বর মাস থেকেই অনলাইনে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা চালু করতে পারে খাদ্য দফতর এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য রেশন কার্ডের জন্য 3-10 নম্বর অবধি ফর্ম চালু রয়েছে। গ্রাহকদের নাম তোলা, নতুন রেশন কার্ড তৈরি কিংবা স্থানান্তর বা ভর্তুকিহীন রেশন কিংবা রেশন কার্ডের নাম ঠিকানা ভুল সংশোধন এসবের জন্য নানান ধরনের ফর্ম রয়েছে। তবে যেহেতু এই ফর্ম পূরণ করতে গিয়ে গ্রাহকদের নানা রকমের ঝক্কি পথে হচ্ছে তা থেকে রেহাই দিতে আগামী মাস থেকেই অনলাইনে 3-9 নম্বর ফর্ম পূরণ করার সুযোগ করে দিতে চাইছে রাজ্য সরকার।

উল্লেখ্য, রাজ্যের উচ্চবিত্ত পরিবারগুলির জন্য ভর্তুকিহীন রেশন কার্ড দিতে চাইছে সরকার তাই 10 নম্বর ফর্ম পূরণের মধ্য দিয়ে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করার নির্দেশিকা জারি হয়েছে, 30 নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে। এই ভর্তুকি রেশন কার্ড বিশেষ সরকারি পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে।


সম্পর্কিত খবর