মোরবির পুনরাবৃত্তি, বৈশাখী উৎসবে পুণ্যার্থীদের নিয়ে ভেঙে পড়ল ব্রিজ! আহত শতাধিক

বাংলা হান্ট ডেস্ক : বৈশাখী উৎসব (Baisakhi celebration) চলাকালীন ভেঙে পড়ল (collapsed) একটি ফুটব্রিজ (footbridge)। এর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি (Accident) ঘটে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) উধমপুর (Udhampur) জেলার চেনানি ব্লকের (Chenani Block) বাইন গ্রামের (Bain village) বেণী সঙ্গমে (Beni Sangam)।

ব্রিজ ভাঙার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় জম্মু-কাশ্মীর পুলিসের বিরাট বাহিনী। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বৈশাখী উৎসবকে কেন্দ্র করে সেখানে বিশাল জমায়েত হয়েছিল। ওই অতিরিক্ত ভিড়ের চাপেই ভেঙে পড়ে ওই ফুটব্রিজ। যারা উপরে দাঁড়িয়েছিলেন, ব্রিজ ভাঙার পর তাঁরা কেউ ধ্বংসস্তূপের নীচে, কেউ পাথুরে নদীতে পড়ে যান। সেখান থেকে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

jammu kashmir 2

এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন উধমপুরের এসএসপি বিনোদ। শুক্রবার বিকেল অবধি সেখানে উদ্ধার কাজ চলে। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে গুজরাতের মোরবিতে নদীর উপর ভেঙে পড়েছিল সেতু। সেদিনও ওই সেতুর উপর ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ১৫০ জনের।

এপ্রসঙ্গে উধমপুরের এসএসপি (SSP Udhampur) ডাঃ বিনোদ জানান, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার ফলে ৪০ জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে পৌঁছে গেছেন। উদ্ধার কাজ (rescue operation) চলছে।

বৃহস্পতিবার একই রকমের ঘটনা ঘটে কাশ্মীরের পুঞ্চ জেলার খানেটার গ্রামে। সেখানে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে আহত হন ৪৩ জন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার পরিবারের এক সদস্যের মৃত্যু হওয়ায় ওই বাড়িটিতে আত্মীয়-বন্ধুদের অনেকে ভিড় জমিয়েছিলেন। তখনই আচমকা ছাদ ভেঙে পড়ে।

Sudipto

সম্পর্কিত খবর