বাংলাহান্ট ডেস্কঃ ভারতের আরেক নক্ষত্র পতন। ৬২ এর এশিয়াডে সোনা জয়ী দলের অন্যতম রত্ন চুনী গোস্বামী বিকেল ৫ টায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
ভারতের জাতীয় দলের হয়ে ৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চুনী গোস্বামী। রয়েছে ১৩টি গোলও। তাঁর নেতৃত্বে ৬২’র জাকার্তা এশিয়াডে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে সোনা জিতেছিল । মোহনবাগানের ঘরের ছেলে চুনীর ২০০-র বেশি গোল রয়েছে সবুজ মেরুন জার্সিতে। সন্তোষ ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৬৮ সালে ফুটবল থেকে অবসর নেন এই কিংবদন্তি ফুটবলার।