বাংলা হান্ট ডেস্ক : বেশ কয়েকটি বিল রাজভবন থেকে অনুমোদন হয়ে আসেনি আর তাই আজ অর্থাত্ বুধ এবং বৃহস্পতিবার দু দিন অধিবেশন মুলতুবি রাখা হয়েছে বিধানসভায়। আর এভাবেই রাজ্যপালের সঙ্গে রাজ্য সংঘাত আবারও তুমুল, একই সঙ্গে বিরোধীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়েছে। যদিও বিধানসভার অধিবেশন মুলতুবি রাখার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনের ভূমিকাকে দায়ী করেছে।
যদিও রাজভবনের তরফ থেকে এই দাবিকে অস্বীকার করে রাজ্যপালের দিক থেকে কোনও রকম বিল পাশের ক্ষেত্রে বিলম্ব হয়নি এমনটাই মন্তব্য করে বিবৃতি দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে নজিরবিহীন বলা হচ্ছে, আর পর পর এভাবেই দুধের বিধানসভার অধিবেশন স্থগিত থাকার ফলে চরম সমস্যার মুখে পড়তে হবে।
আসলে 29 নভেম্বর তারিখে তফসিলি জাতি ও জনজাতি কমিশন সংক্রান্ত একটি নতুন বিল রাজভবনে পৌঁছায় কিন্তু সেটা পাঁচ তো হয়নি উল্টে রাজ্যপালের তরফে সংশ্লিষ্ট দফতর যা জানতে চাই তা তাঁকে জানানো হয়নি বলে দাবি তোলা হয়েছে। মে রাজ্য বিধানসভায় এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
অন্যদিকে শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা খর্ব করার জন্য রাজ্য সরকারি তরফ থেকে একটি বিল আনা হতে পারে যদিও তা এখনও সুনিশ্চিত নয়। কিন্তু দুদিনের বিধানসভা অধিবেশন স্থগিত থাকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী। স্কুল কলেজেও নাকি এ ধরনের নজির নেই বলে মন্তব্য করেছেন তিনি।