চাকরি যেতেই আবেদন ডিভিশন বেঞ্চে! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কেই চ্যালেঞ্জ ববিতার

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার স্কুলশিক্ষিকার পদে কর্মরতা শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকারের চাকরি চলে গিয়েছে। কলকাতা হাইকোর্টের (Highcourt) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশেই চাকরি পেয়েছেন আরেক এসএসসি পরীক্ষার্থী অনামিকা রায়। এদিকে, চাকরি খুইয়ে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা, চ্যালেঞ্জ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকেই।

জানা গিয়েছে, ববিতার আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরেই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। অনামিকার অভিযোগের ভিত্তিতে গড়ে ওঠা মামলারই মঙ্গলবার শুনানি ছিল। এরপর শুনানি শেষে মধ্যশিক্ষা পর্ষদকে ববিতার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

অনামিকার অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে, যার ফলে তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ বেড়ে গিয়েছে। এরপরেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠতেই বিচারপতি ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরেশকন্যা অঙ্কিতার থেকে প্রাপ্ত টাকা ববিতাকে ফেরত দিতে হবে বলেও জানিয়ে দেন।

babita anamika

প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়ম-বহির্ভূত পদ্ধতিতে চাকরি পাওয়ার অভিযোগ এনে ববিতা আদালতে মামলা করেন। তারপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা। কিন্তু, এবার সেই বিচারপতির নির্দেশেই কর্মহীন হয়ে গেলেন ববিতা (Babita Sarkar)।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর