বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আজ ও কাল কর্মবিরতির ডাক দিয়েছে। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সকাল থেকেই এই কর্মবিরতির ভালো সাড়া পাওয়া গেছে। রাজ্যের সব জেলাতেই অফিসে কর্মচারীরা উপস্থিত থাকলেও পালন করছেন কর্মবিরতি।
সরকারি কর্মীদের সংগঠনের ডাকে এর আগেও একাধিকবার কর্মবিরতি পালন করা হয়েছে। যৌথ মঞ্চের ডাকে সরকারি কর্মচারীরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে কর্মবিরতি পালন করেছিলেন। তবে সেই কর্মবিরতির আগে নবান্নের পক্ষ থেকে জারি করা হয় কড়া নির্দেশিকা। মার্চ মাসে জারি করা সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় কর্মবিরতি পালন করলে কাটা যাবে একদিনের বেতন।
আরোও পড়ুন : পরা যাবে না ছেঁড়া জিন্স-হাতকাটা জামা! জগন্নাথ ধামে এবার নয়া আইন জারি
অন্যদিকে ফেব্রুয়ারি মাসে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয় কর্মবিরতি পালন করলে কাটা যাবে কর্মজীবনের একদিন। এই আবহে ফের আজ ও আগামীকাল কর্মবিরতি কর্মসূচি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এখন অনেক সরকারি কর্মচারীর মনে প্রশ্ন আজ ও আগামীকাল কর্মবিরতি পালন করলে কি কাটা যাবে দুই দিনের বেতন অথবা বাদ যাবে কর্ম জীবন থেকে দুই দিন?
নবান্ন সূত্রে জানা গেছে, হাজিরা খাতায় সই করার পর কাজ না করলে ব্যবস্থা গ্রহণের কথা জানায়নি নবান্ন। তবে চেষ্টা চালানো হচ্ছে এই দুই দিন যাতে সরকারি অফিসগুলিতে স্বাভাবিকভাবে কাজ চালানো যায়। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা দাবি করেছেন, কর্মবিরতি কর্মীদের অধিকার। কর্মীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কারণ কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তাই সরকার কর্মীদের বেতন কাটতে পারবে না।