বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। বছরের বিভিন্ন সময় হাতে কয়েকটা দিনের ছুটি পেলেই আমরা ঘুরতে যেতে পছন্দ করি। দৈনন্দিন জীবন থেকে একটু অবসর নিয়ে মন ভালো করার জন্য শ্রেষ্ঠ উপায় হল ভ্রমণ। বাঙালিরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন।
গ্রীষ্মকালে দার্জিলিং-সিকিম-কালিম্পং, আবার শীতকালে দীঘা কিংবা পুরী। আবার কখনো কখনো জলদাপাড়া, গরুমারা অভয়ারণ্যে আমরা ঘুরতে চলে যাই। কিন্তু ঘুরতে গেলেই তো হবে না! ঘুরতে যাওয়ার জন্য আমাদের মধ্যে অধিকাংশ পর্যটকই ভরসা করেন ট্রেনের উপর। এবার পুজোয় ঘুরতে যাওয়ার ব্যাপারে ট্রেনের টিকিট নিয়ে বড়সড়ো সুখবর শোনাল রেল (Indian Railways)।
গরমের ছুটি সবে শেষ হয়েছে। ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আর কিছুদিন পর আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যারা পূজোয় বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা ইতিমধ্যেই ট্রেনের টিকেট কাটতে শুরু করে দিয়েছেন। কিন্তু এই সময়টাতে যাত্রীদের চাপ থাকে প্রচুর। তাই টিকিট কনফার্ম হওয়া একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে।
টিকিট কনফার্মেশন এর ব্যাপারে ভারতীয় রেল এবার একটি বড় কথা ঘোষণা করেছে। সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে নতুন এই ব্যবস্থার কথা জানানো হয়েছে যাত্রীদের। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১শে জুলাই পর্যন্ত প্রতিটি রবিবার সকালের শিফটে পূর্ব রেলের ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (PRS) চালু থাকবে। প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম রবিবার সাধারণত বন্ধ থাকে।
কিন্তু পূর্ব রেলের এই নতুন উদ্যোগের ফলে যাত্রীরা পুজোর সময়ের ট্রেনের টিকিট ২৫ জুন, ২ জুলাই, ৯ জুলাই এবং ১৬ জুলাই সকালবেলা গিয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম থেকে বুক করে আসতে পারবেন। নিয়ম অনুযায়ী দূরপাল্লার ট্রেনের টিকিট চার মাস আগে থেকে বুক করা যায়। সেই অনুযায়ী অনলাইন এবং রিজার্ভেশন কাউন্টার থেকে ট্রেনের টিকিটের বুকিং শুরু হয়ে যাবে ২২ জুন থেকে।