এবার গ্রাহকদের জন্য সুসংবাদ আনল RBI! নয়া এই সিদ্ধান্তের কথা শুনলে আনন্দে লাফাবেন

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটা মানুষ চান তাদের নিজস্ব একটা বাড়ি কিংবা ফ্ল্যাট থাকুক। তবে পর্যাপ্ত টাকা না থাকলে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার জন্য অনেক মানুষ ব্যাংকের হোম লোনের শরণাপন্ন হন। ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য একাধিক নিয়মাবলী রয়েছে। ঋণগ্রহীতাদের সেই সকল নিয়মাবলী পালন করতে হয়।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (Reserve Bank of India) হোম লোন সংক্রান্ত একটি বড় ঘোষণা করেছে। এই ঘোষণার কথা শুনলে যে কোনও হোম লোন গ্রাহক আনন্দে আত্মহারা হয়ে যাবেন। ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য অনেকেই তাদের বাড়ি কিংবা অন্যান্য কোনও সম্পত্তি মর্গেজ হিসাবে ব্যাংকের কাছে জমা রাখেন।

এরপর সেই সম্পত্তির প্রেক্ষিতে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে গ্রাহককে দেওয়া হয়। এরপর গ্রাহক প্রতিমাসে ইএমআই এর আকারে সেই টাকা ব্যাংককে পরিশোধ করেন। সম্পূর্ণ লোনের টাকা পরিশোধ না করা পর্যন্ত ব্যাংকে জমা রাখা সম্পত্তির কাগজ বা দলিল গ্রাহককে ফেরত দেওয়া হয় না।

অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের সেই দলিল বা কাগজ হারিয়ে ফেলেছে। নিজেদের কাগজ বা দলিল ফিরে পেতে এরপর চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এই সিদ্ধান্ত গ্রাহকদের এই ঝামেলা থেকে মুক্তি দেবে। তাই, নয়া এই সিদ্ধান্তের ফলে আমজনতার মুখে যে হাসি ফুটবে তা বলাই বাহুল্য।

money home

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ব্যাংক যদি এবার থেকে গ্রাহকদের সম্পত্তির কাগজ বা দলিল হারিয়ে ফেলে তাহলে ব্যাংককে ক্ষতিপূরণ দিতে হবে। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঋণগ্রহীতাদের সম্পত্তির কাগজ বা দলিল হারিয়ে ফেললে তার দায় ব্যাংকের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর