ক্লাস টুয়েলভ পাশ করলেই দেওয়া হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং! নয়া উদ্যোগ ONGC’র

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ? ভাবছেন কী নিয়ে পড়াশোনা করবেন? আপনি যদি এই কথা চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। স্টাইপেন্ড ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে ওএনজিসি। সব থেকে বড় কথা কলকাতায় রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। তাই আপনারা চাইলে এক্ষুনি আবেদন করতে পারেন এই পদের জন্য।

দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণদের দেওয়া হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) (Oil and Natural Gas Corporation) এই ট্রেনিং দেবে। এই ট্রেনিং দেওয়া হবে ২৫ জন শিক্ষার্থীকে। কারা আবেদনের যোগ্য? এই ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবেন নূন্যতম ষাট শতাংশ নাম্বারপ্রাপ্ত দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পড়ুয়ারা।

পাশাপাশি আবেদনকারীকে উত্তীর্ণ হতে হবে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার ইন্টারমিডিয়েট পরীক্ষায়। আবেদনকারীর বয়স ২৪ বছরের মধ্যে থাকতে হবে। এই প্রশিক্ষণ চলবে ১০ থেকে ১২ মাস পর্যন্ত। ট্রেনিংয়ে ভর্তি নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা, নম্বর ও ইন্টারভিউ এর ভিত্তিতে।

অনলাইনেও শর্তসাপেক্ষে ইন্টারভিউ নেওয়া হতে পারে। কলকাতা, দিল্লি, মুম্বই, আগরতলা, চেন্নাই-সহ মোট ২১টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে প্রার্থীদের। ছবি, জন্মের প্রমাণপত্র, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সহ আবেদন পত্র অনলাইন মাধ্যমে আপলোড করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

dcqwp54w4aalavx

 

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রেনিংয়ে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড বাবদ ১৫ হাজার টাকা দেওয়া হবে। আগামী ৩১শে আগস্ট এর মধ্যে নাম নথিভুক্ত করতে হবে এই ট্রেনিংয়ের জন্য। এই প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট ভিজিট করুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর