বাংলা হান্ট ডেস্ক : মহাত্মা গাঁধীর দেড়শো তম জন্মবার্ষিকী উপলক্ষে বলিউডের এক ঝাঁক তারকার সঙ্গে সাক্ষাত্ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেদিন অনুষ্ঠানে শাহরুখ খান থেকে শুরু করে আমির খান সহ একাধিক অভিনেতা ও অভিনেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলেন, মহত্মা গান্ধীর ভাবাদর্শ নিয়ে এ দিন গাঁধীর আদর্শকে যাতে তুলে ধরা হয় সেই নিয়ে মোদী ও মুম্বইয়ের তারকাদের এক প্রস্থ আলোচনা হয়৷
এ ছাড়াও বিভিন্ন বক্তৃতার মধ্য দিয়ে মহত্মা গান্ধীর কর্মকাণ্ডকে সকলের মাঝে ছড়িয়েও দেওয়া হয়৷ মুম্বইয়ের বলিউড তারকাদের মতো এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী এসপি বালা সুব্রমনিয়াম৷ এ বার সে দিনের অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যমে সঙ্গীত শিল্পী বালা সুব্রমনিয়ম একটি লম্বা চওড়া পোস্ট করলেন৷
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোস্টটি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে তারকাদের সেলফি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ সামাজিক মাধ্যমে পোস্ট লিখে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে যথেষ্ট কৃতজ্ঞ বলে জানিয়েছেন, অনুষ্ঠানে প্রবেশের আগে মোবাইল নিয়ে নেওয়া হয় কিন্তু তার পরেও যে কীভাবে সেলফি উঠল সেটাই প্রশ্নের বিষয়৷
শুধু তাই নয় তিনিও যখন অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন নিরাপত্তা রক্ষী তাঁদের থেকেই ফোন নিয়ে তোকে দিয়েছিলেন তা হলে বলি তারকারা কীভাবে সেলফি তুললেন? সুব্রমনিয়ম এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে৷