‘বুমরার থেকে এগিয়ে এই পাক পেসার’, হতাশা নাকি ভিমরতি? বাবরের মন্তব্যে হাসির রোল পাকিস্তানেও

   

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় জাতীয় দলের সেরা বোলার হিসেবে বেশ নাম করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বিশ্ব ক্রিকেটে অন্যতম চর্চার বিষয় জসপ্রীত বুমরাহর করা ইয়র্কার বল। তার বোলিং-র সামনে টিকতে পারাটাই ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বের দরবারে সেরা পেস অ্যাটাকের কথা বললে উঠে আসে বুমরাহর নাম। তবে বাবর আজমের (Babar Azam) নাকি তা মনে হয়না। সম্প্রতি তিনি যা বললেন তা নিয়ে রীতিমত হাসির রোল বর্ডারের দু’দিকেই।

একথা সকলেই মানেন যে, ডেথ ওভারের বোলিংয়ে ভারতীয় বোলারের জুড়ি মেলা ভার। তবে পাক অধিনায়ক বাবর আজমের মত অন্য। সম্প্রতি একটি পডকাস্টে এসে এমনটাই মন্তব্য করলেন পাক অধিনায়ক। এইদিন পডকাস্টে তার কাছে জানতে চাওয়া হয় যে, যদি কখনও পরিস্থিতি এমন হয় যখন ম্যাচ জেতানোর জন্য শেষ ওভারে ১০ রান বাঁচাতে হবে। অপশন হিসেবে রয়েছেন বুমরাহ এবং নাসিম শাহ। এমন আবহে কাকে বেছে নেবেন বাবর আজম?

এইদিন কোনোরকম রাখঢাক না করেই দেশের সতীর্থ ২১ বছর বয়সী নাসিম শাহের নাম নেন পাক অধিনায়ক। সেই সাথে বাবরের সংযোজন, ‘নাসিম যেভাবে চোট থেকে ফিরে এসেছে, তার জন্য আমি খুশি। ওর মতো প্রতিভা পাকিস্তানে খুব একটা চোখে পড়ে না।’ বাবরের এই বয়ানের পর রীতিমত হাসির রোল উঠেছে দুই প্রদেশে। কেউ কটাক্ষ করে বলছেন, ‘বুমরার মতো বোলার দলে না থাকার হতাশা ফুটে উঠেছে বাবরের গলায়।’

আরও পড়ুন : লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই বাদ কলকাতার সবথেকে বড় শত্রু! চরম স্বস্তি KKR শিবিরে

মজার বিষয় হল, কেবল ভারত থেকেই নয়, পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও ট্রোল করছেন বাবর আজমকে। নানা উদাহরণ দিয়ে মনে করিয়ে দিচ্ছেন ডেথ ওভারে বুমরাহর পারফরম্যান্সের কথা। একই সাথে বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দিচ্ছে পাক ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন : বেঙ্গালুরুকে হারিয়ে টপ সিক্সে ইস্টবেঙ্গল! কেবল এই অঙ্কেই প্লে অফে যেতে পারবে লাল হলুদ

jasprit bumrah

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের আইপিএল-এ রেকর্ড গড়েছিলেন জসপ্রিত বুমরাহ। আইপিএলে টানা ৭১টি ওভারে বুমরা ১৫ রানের বেশি খরচ করেননি এই পেস বোলার। এই পরিসংখ্যানই বলে দেয় টি২০ তে বুমরাহর দাপট ঠিক কতখানি। সেখানে নাসিমের অভিজ্ঞতা এবং রেকর্ডও তেমন কিছু আহামরি নয়। দুই বোলারের রেকর্ড দেখলে সব সময়ই পাল্লা ভারি থাকবে ভারতের পেসার জশপ্রীত বুমরাহর দিকেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর