বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনের জন্য বাংলার (West bengal) তৃণমূল (All India Trinamool Congress) নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর হয়ে উঠেছে। কিন্তু এরই মধ্যে মালদার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের পরিতোষ চৌধুরীর বিরুদ্ধে আবারও এক নক্কার জনক ঘটনার অভিযোগ উঠে এল।
জমা জলে নাজেহাল এলাকাবাসী
বেশ কয়েকদিনের বর্ষার জেরে এলাকায় জল জমে যাতায়াতের রাস্তার হাল বেহাল হয়ে গেছে। এই অসুবিধায় ভুগছিল মালদার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে কোন লাভ হয়নি, এমনটা অভিযোগ করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন এলাকার এক যুবতী।
যুবতীর অভিযোগ
যুবতীর পোস্ট করা ভিডিও দেখেই তাঁর বড়িতে চড়াও হয় ওই কাউন্সিলর এবং তাঁর দলবল। যুবতীকে হুমকি দিয়ে বলে, প্রাকশ্য রাস্তায় কাউন্সিলরের পা ধরে ক্ষমা না চাইলে, তাঁকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। বাধ্য হয়ে ক্ষমা চেয়ে, ইংরেজবাজার থানায় গিয়ে এমনটাই লিখিত অভিযোগ জানায় ওই যুবতী।
কাউন্সিলরের মন্তব্য
ঘটনার জেরে তদন্তে নামেন পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীর জানিয়েছেন, ‘এই ঘটনা সম্পূর্ন মিথ্যে। এটা নিশ্চয়ই বিরোধীদের চাল। আমার নামে কুৎসা রটানো হচ্ছে। আমি শুধু আমার বিরুদ্ধে আনা মিথ্যে অভিযোগের প্রতিবাদ করেছিলাম। কিন্তু তিনি তো এবিষয়ে সাইবার ক্রাইমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন’।
এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল দল। তবে এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে মালদার বিজেপি জেলার সহসভাপতি অজয় গাঙ্গুলি জানিয়েছেন, তৃণমূলের রাজত্বে যেন তালিবানি রাজ চলছে। পুলিশকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।