ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন শুরু 5 নভেম্বর থেকে, জেনে নিন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : আধার বা ভোটার কার্ডের মতো রেশন কার্ড নাগরিকের পরিচয়পত্রের অন্যতম প্রমাণ। রাজ্যে সমস্ত মানুষদের জন্য দু টাকা কেজি দরে চাল এবং গম দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দারিদ্র সীমার উপরে বসবাসকারী পরিবারগুলির জন্য আর বরাদ্দ করা হবে না সস্তার চাল বা গম। তাই রেশন কার্ডগুলি আগে ব্যবহার করা যেত এখন থেকেই সেই রেশন কার্ড ব্যবহারে লাগাম টানতে হবে। স্বচ্ছল ওই পরিবারগুলিকে এবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে ভর্তুকিহীন রেশন কার্ড দেওয়া হবে। যদিও সস্তায় চাল বা গম পাওয়া যাবে না কিন্তু গণবণ্টন বহির্ভূত গৃহস্থালী জিনিসপত্র কিছুটা ছাড়ে কিনতে পারবেন তাঁরা।householdscol

তবে শুধুমাত্র স্বচ্ছল পরিবারগুলির জন্যই নয় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের জন্য রেশন কার্ড শুরু করতে চলেছে রাজ্য সরকার, তাই খাদ্য দফতরের তরফ থেকে এ বার ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হবে 5 নভেম্বর তারিখ থেকে। এই ফর্ম পাওয়া যাবে খাদ্য দফতর স্থানীয় রেশন দোকানে। তবে শুধুমাত্র অফলাইনে ফর্ম পাওয়া যাবে না, অনলাইন থেকেও গ্রাহকরা ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে স্থানীয় রেশন দোকান বা খাদ্য দফতরের অফিসে জমা দিতে পারবেন

এমনকি যাঁরা অনলাইনে জমা দিতে চান তাঁদের ক্ষেত্রেও রয়েছে সুযোগ, কম্পিউটার বা মোবাইলের তথ্য আপলোড করে ফর্ম পূরণ করে সাবমিট করলেই হবে। www.wbpds.gov.in এ গিয়ে ফর্ম ডাউনলোড করা যাবে,তবে ভর্তুকিহীন রেশন কার্ড গ্রাহকরা কিছুটা ছাড়ে তেল সাবান মসলা পেস্ট কিনতে পারবেন। সোমবার বেসরকারি সংস্থার সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেই বৈঠকের পর তিনি জানিয়েছেন অনেক ধনী ব্যক্তিদের কাছে এখনও অবধি দু টাকা কেজি দরে চাল গম পাওয়ার কার্ড রয়েছে তাই তাদেরকে অনুরোধ করা হচ্ছে সেগুলি যাতে শীঘ্রই জমা দিয়ে দশ নম্বর ফর্মটি পূরণ করে জমা দেয়।

যদিও এর আগে সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে রেশন কার্ড পরিবর্তন সংশোধনের কাজ চলেছে এবার দ্বিতীয় ধাপ অর্থাত্ 5 নভেম্বর থেকে সেই কাজ শুরু হবে। ভর্তুকিহীন গ্রাহক বোঝানোর জন্য একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে, যা বিশেষ সরকারি কার্ড বলেও পড়তে হবে। যেখানে গ্রাহকের জন্মতারিখ নাম ঠিকানা ইত্যাদি থাকবে। এটি গ্রাহকদের অন্যতম পরিচয়পত্র বহন করবে।


সম্পর্কিত খবর