পঞ্চায়েত ভোটের আগেই সংঘাত! রাজ্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ালেন আনন্দ

বাংলাহান্ট ডেস্ক : এবার জটিলতা তৈরি হল রাজ্যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) এখনো পর্যন্ত রাজ্যের আবেদনের কোনও উত্তর দেননি। রাজভবন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের পাঠানো নাম নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। এখনো তিনি অনুসন্ধান চালাচ্ছেন।

জানা যাচ্ছে, রাজ্যপাল (Governor) হয়তো চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তাই এখন দেখার রাজ্যপাল রাজ্যের পাঠানো নামে সায় দেন নাকি বিকল্প কোনো নাম প্রস্তাব করেন। রাজ্যের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে পাঠানো হয় প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্‌হার নাম।

সূত্রের খবর রাজ্যের পক্ষ থেকে রাজভবনে গত ১৮ই মে নাম পাঠানো হয়। কিন্তু এরপর ৫ দিন কেটে গেলেও রাজ্যপালের পক্ষ থেকে কোনো রকম উত্তর মেলেনি। রাজ্যের পাঠানো ফাইল এখনো রয়েছে রাজভবনে। রাজ্যপাল কিছু তথ্য জানতে চান রাজীব সিনহার ব্যাপারে।

তথ্য পাওয়ার পর রাজ্যপাল সম্মত হলেই নাম চূড়ান্ত করবেন। অনেকে মনে করছেন রাজ্যপাল যদি রাজ্যের পাঠানো নামে সম্মত না হন তাহলে ফের একবার সম্মুখ সমরে যাবে রাজভবন ও নবান্ন। যদিও রাজ্য সরকার সূত্রে খবর, রাজ্য ঠিক করে নির্বাচন কমিশনারের নাম। সেখানে রাজ্যপালের পছন্দ-অপছন্দের ব্যাপার আসে না।

রাজ্যের পাঠানো নামে শুধুমাত্র স্বাক্ষর করেন রাজ্যপাল। সৌরভ দাস এই মুহূর্তে রয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনারের পদে। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ তারিখ। এই পদে রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাক্তন মুখ্য সচিবকে নিয়োগ করার ব্যাপারে।

 anand

কিন্তু সেই ব্যাপারে এখনো পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে কোন উত্তর মেলেনি। যদি এই সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত না হয় তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। সামনেই পঞ্চায়েত ভোট। ফলে ব্যাহত হতে পারে নির্বাচনের কাজ। সব মিলিয়েই জটিলতা যে বাড়বে তা বলাই বাহুল্য।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর