আহা কী আনন্দ! নামমাত্র টাকায় বিলেত ভ্রমণ! পকেটে চাপ না দিয়েই এবার চলে যান এই দেশে

   

বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। হাতে কিছুদিনের ছুটি পেলেই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গলে। পশ্চিমবঙ্গ খুবই বিচিত্র্য একটি রাজ্য। পাহাড় থেকে শুরু করে সমুদ্র, গহন অরণ্য থেকে শুরু করে বাঁকুড়ার রুক্ষ মাটি, সবকিছুই রয়েছে আমাদের রাজ্যে। তবে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে বিদেশ ভ্রমণের। কিন্তু বিদেশ ভ্রমণ মানেই মোটা টাকার ধাক্কা। তাই টাকা-পয়সার কথা চিন্তা করে অনেকেই সরে আসেন।

তবে সামান্য কিছু টাকা খরচ করলেই আপনারা ভারতের এই প্রতিবেশী দেশ থেকে ঘুরে আসতে পারেন। পকেটের উপর বাড়তি চাপ না ফেলেই করে ফেলতে পারেন বিদেশ ভ্রমণ। ভারতের একাধিক প্রতিবেশী রাষ্ট্র রয়েছে। তবে ভারত বিশেষ করে বাংলার সাথে বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক অত্যন্ত নিবিড়। স্বাধীনতার পূর্বে বাংলাদেশ আমাদেরই অংশ ছিল। তবে এপার বাংলার সাথে ওপার বাংলার নারীর টান আজও অমলিন।

আরোও পড়ুন : এক্কেবারে পাল্টে যাবে বাংলার এই জনপ্রিয় জংশন! বরাদ্দ হল ১০০ কোটি, নয়া আপডেট দিল রেল

ভারতের একেবারে গায়ে অবস্থিত হলেও পাসপোর্ট ও ভিসা প্রয়োজন হয় বাংলাদেশ ভ্রমণের জন্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে প্লেন, বাস ও ট্রেন পরিষেবা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবনের বড় অংশ এই দেশে রয়েছে। হস্তশিল্পের সেরা নিদর্শন পাওয়া যায় সোনারগাঁওতে। এছাড়াও এই দেশের সংস্কৃতি, ভাষা, খাদ্য আপনাকে আপন করে নেবে। মনে হবে না যে আপনি বিদেশে রয়েছেন।

India-Bangladesh

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে এদেশের কক্সবাজারে। টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক অন্যতম আকর্ষণের জায়গা। ঘোরার জন্য রয়েছে কক্সবাজারে সেন্ট মার্টিন, ঢাকার লালবাগ কেল্লা, কুষ্টিয়ার ফকির লালন শাহের মাজার, সিলেটের জাফলং এর মতো একাধিক পর্যটনস্থল। আপনারা যদি সব থেকে কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে আপনাদের কাছে সেরা বিকল্প হতে পারে বাংলাদেশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর