বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় শীতের ইনিংস প্রায় শেষ বললেই চলে। আকাশে-বাতাসে এখন বসন্তের আগমনের বার্তা। কোকিলের কুহু ডাকে আম্র মুকুলের সুবাসে বাঙালির মন এখন উড়ু উড়ু। হালকা শীত আর এই রোমান্টিক ওয়েদারকে সঙ্গী করে কয়েকটা দিন বিদেশ (Foreign Tour) থেকে ঘুরে আসতে চাইছেন?
স্বল্প খরচে বিদেশে ভ্রমণ (Foreign Tour)
ভ্রমণপিপাসু বাঙালির কাছে বিদেশ ভ্রমণের (Foreign Tour) স্বপ্ন অধরাই থেকে যাবে তা কেমন করে হয়? বাজেট ফ্রেন্ডলি বিদেশ ভ্রমণের (Foreign Tour) সন্ধান যদি আপনি করে থাকেন তাহলে অপেক্ষার অবসান হতে চলেছে আজই। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু দেশের সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যেখানে সামান্য কিছু খরচে ঘুরে আসতে পারেন অনায়াসে।
আরোও পড়ুন : আরো পাকিয়ে গেল জট, শুক্রবার থেকেই বন্ধ শুটিং! মাথায় হাত দর্শকদের
• থাইল্যান্ড : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা অবর্ণনীয়। ক্রাবির নীলাভ সমুদ্র সৈকত থেকে ঝাঁ চকচকে ব্যাংকক, থাইল্যান্ড যেন সব পেয়েছির আসর ভ্রমণ পিপাসুদের কাছে। চিয়াং মাইয়ের আধুনিক ব্যস্ত রাস্তা হোক কিংবা ঐতিহাসিক মন্দির, পর্যটকদের ঘুরে দেখার জন্য রয়েছে একাধিক রসদ। থাইল্যান্ডের ঐতিহ্য-সংস্কৃতি পর্যটকদের দেয় এক অন্য অভিজ্ঞতা। পাশাপাশি হাইকিং, স্নোরকেলিং, কায়াকিং এবং গভীর সমুদ্র ডাইভিংয়ের একাধিক বন্দোবস্ত রয়েছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য। কলকাতা থেকে থাইল্যান্ডের ফুকেটের বিমান ভাড়া শুরু মাত্র ৭,৩২৩ টাকা থেকে।
আরোও পড়ুন : আরো পাকিয়ে গেল জট, শুক্রবার থেকেই বন্ধ শুটিং! মাথায় হাত দর্শকদের
• সিঙ্গাপুর : খাদ্য রসিকদের জন্য সিঙ্গাপুর অপেক্ষা করছে চিকেন সাতে, ঝিনুকের অমলেট এবং চিলি কাঁকড়ার মতো ঐতিহ্যবাহী খাবারগুলি নিয়ে। UNESCO-র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা। এছাড়াও পরিবারের খুদে সদস্যকে নিয়ে চলে যেতে পারেন সেন্টোসার ইউনিভার্সাল স্টুডিয়োতেও। কলকাতা থেকে সিঙ্গাপুরের বিমান ভাড়া মাত্র ৮,৯৯৮ টাকা থেকে শুরু।
• মালয়েশিয়া : নীল আকাশের নিচে হারিয়ে যেতে চাইলে আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে মালয়েশিয়া। ওয়াইল্ডলাইফ প্রেমীদের জন্য ল্যাঙ্কাউইয়ের কিলিম জিওফরেস্ট পার্ক নিঃসন্দেহে এক টুকরো স্বর্গ। এই পার্কে নৌকা করে ম্যানগ্রোভ অরণ্য ভ্রমণ আকর্ষণের অন্যতম একটি অংশ। এছাড়াও পেনাং হিল ট্রেইল এবং পেনাং দ্বীপের সৌন্দর্য মোহিত করবে পর্যটকদের। কলকাতা থেকে কুয়ালালামপুরের বিমান ভাড়া পড়বে ৭,০৫১ টাকা।