বিরাট বাহিনীর জন্য সুখবর, বিশ্বকাপের ঠিক আগেই বিস্ফোরক ফর্মে এই ভারতীয় খেলোয়াড়, কেড়ে নিচ্ছেন বোলারদের ঘুম

বাংলা হান্ট ডেস্কঃ এ মাসের শেষেই শুরু হতে চলেছে ভারতের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যাত্রা। বিশ্বকাপ সফরের ঠিক আগে এবার ট্রফি ফের একবার নিজেদের কব্জায় করতে মোটামুটি ভাবে প্রস্তুত ভারতীয় দল। ইতিমধ্যেই এনিয়ে বড় বয়ান দিয়ে দিয়েছেন রোহিত শর্মা। তিনি পরিষ্কার জানিয়েছেন এবার ভারত ট্রফি জিততেই মাঠে নামবে। ভারতকে ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার বলেও মানছেন অনেকেই। বিশেষত আইপিএলে ভারতীয় খেলোয়াড়দের ফর্ম অনেকটাই আশা জাগিয়েছে।

দুরন্ত ফর্মে রয়েছেন রোহিতের সতীর্থ ওপেনার কে এল রাহুলও। এই ওপেনার গত বছরেও আইপিএলে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। শুধু তাই নয় সর্বোচ্চ রান করার জন্য দখল করেছিলেন অরেঞ্জ ক্যাপও। এবারও সেই শিরোপার লড়াইয়ে যথেষ্ট বড় দাবিদার হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যেই মাত্র ১৩ ম্যাচে আইপিএলের এই মরশুমে ৬২৬ রান করে ফেলেছেন ভারতের এই ব্যাটার। নিজের ব্যাটিংয়ের গিয়ারও খুব ভালোভাবেই চেঞ্জ করছেন কে এল রাহুল। অর্থাৎ যখন দলের জন্য মন্থর গতিতে খেলার প্রয়োজন রয়েছে তখন ঠিক সেভাবেই খেলতে দেখা গিয়েছে তাকে। আবার যখন দ্রুত গতিতে রান তোলার প্রয়োজন তখনও বড় শট নিতে কোন অসুবিধা হচ্ছে না রাহুলের।

গতদিনের ম্যাচেও মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে কার্যত একা হাতেই পাঞ্জাবকে জয় এনে দেন রাহুল। তার দৌলতে মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস। বৃহস্পতিবার প্রথম ব্যাটিং করেছিল ধোনির চেন্নাই সুপার কিংসই। কিন্তু ডুপ্লেসি ছাড়া ক্রিজে সেভাবে স্বচ্ছন্দ হতে পারেননি কেউই। যার জেরে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৩৪ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। একা ডুপ্লেসিই করেন ৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে একা রাহুলই কার্যত টেনে নিয়ে যান পাঞ্জাবকে। এদিনও পিচ ছিল যথেষ্ট মন্থর, যার জেরে পাঞ্জাবের অন্যান্য ব্যাটসম্যানরাও বেশি সুবিধা করতে পারেননি।

কিন্তু কে এল রাহুল যেন খেলছিলেন এক অন্য পিচে। তার সামনে বল ফেলতেই রীতিমত ভয় পাচ্ছিলেন বোলাররা। শেষ পর্যন্ত মাত্র ৪২ বলে ৯৮ রানে দুরন্ত ইনিংস খেলে এদিন পাঞ্জাবকে জয় এনে দেন তিনি। যদিও প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পাঞ্জাব, তাই এই জয় তাদের নতুন করে অক্সিজেন দিতে পারবে না। কিন্তু সাতটি বাউন্ডারি এবং আটটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো যে ইনিংস খেললেন রাহুল, তা নিশ্চয়ই খুশি করবে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হলে রাহুলের কাছ থেকে এমন আরও অনেকগুলি ইনিংস নিশ্চয়ই আশা করবেন ভারত অধিনায়ক। আর অন্যদিকে রাহুল যদি এমন করবে থাকেন তাহলে ভয়ে যে বুক কাঁপবে বোলারদের এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর