কেবল সময়ের অপেক্ষা, কেন্দ্রের সমর্থনে ইস্ট-মোহনে খেলে যাওয়া কল্যাণ চৌবেই হবেন AIFF সভাপতি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তার থেকে আশঙ্কা করা হচ্ছে যে এআইএফএফ-এর নতুন প্রেসিডেন্ট হয়ে উঠতে পারেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলে যাওয়া প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে। ২৩শে আগস্ট দিল্লিতে সব রাজ্যের সকল সংস্থাগুলির বৈঠকে সভাপতি হিসাবে কল্যাণের নাম মঞ্জুর করা হয়েছে। তিনি যেহেতু একজন প্রাক্তন ফুটবলার হওয়ার পাশাপাশি বর্তমানে ভারতের শাসক দলের একজন সক্রিয় নেতা তাই কেন্দ্রেরও একটা বড় অংশের সমর্থন রয়েছে তার প্রতি।

আজ থেকে শুরু হবে নির্বাচনের মনোনয়নপর্ব। গতকাল দিল্লির বৈঠকে ফেডারেশনের সভাপতি পদে চৌবের মনোনয়ন নিয়ে আপত্তি জানাননি কেউই। নির্বাচনের এখনও এক সপ্তাহ সময় আছে। তবে এখন থেকেই অনেকটা পরিষ্কার যে এআইএফএফের প্যানেলে কারা আসছেন। কেন্দ্রের সমর্থনের কারণে কল্যাণ বাবু যে অনেকটা এগিয়ে তাতে কারোর সন্দেহ নেই।

কল্যাণের সভাপতি হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা হলেও এখনও সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থীর নামটি নিয়ে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে। সহ-সভাপতির পদটি নিয়ে জোর প্রতিদ্বন্দ্বিত চলছে এন এ হ্যারিস এবং ফাল্গুনার মধ্যে। সহমতে না আসা গেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষপর্যন্ত ধ্বনিভোটও করানো হয়। সেই প্রক্রিয়ায় জয়ী হয়ে প্যানেলের সহ-সভাপতি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন এনএ হ্যারিস।

এরপর কোষাধ্যক্ষ পদেও কে আসবেন সেই নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষপর্যন্ত সেই লড়াইয়ে বহুমত পেয়ে মনোনয়ন দেওয়া হয়েছে অজয় কিপাকে। তবে এই মুহূর্তে শুধুমাত্র এই তিনটি পদের ব্যক্তিদের নামই ঠিক হয়েছে।কার্যকরী কমিটির মেম্বারদের নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেখানে কারা আসবেন সেটা নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের বৈঠকে বসবে রাজ্য সংস্থাগুলি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর