বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত। ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটাররা বিধ্বংসী ব্যাটিং করার পর কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে বিশ্বকাপের (2023 ODI World Cup) ম্যাচের শেষে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে ভারতীয় বোলারদের পারফরম্যান্স। কিন্তু ঠিক এমনটাই করে দেখিয়েছেন মহম্মদ শামিরা (Md Shami)। তাদের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা এবং ভারত জয় পেয়েছে ৩০৩ রানের ব্যবধানে।
ভারতীয় বোলাররা চলতি বিশ্বকাপে ভয়ঙ্কর বোলিং করছে। নিউজিল্যান্ড ও আফগানিস্তান বাদে প্রত্যেক দেশ ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে। গোটা বিশ্বের অন্যান্য তারকা বোলাররা সেই কাজ করতে পারেননি, যা করে দেখাচ্ছে ভারতীয় দলের বোলাররা।
আর এই বিষয়টি দেখি এবার প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। পাকিস্তানের জার্সিতে মাত্র ২৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার অত্যন্ত বিস্মিত এই নিয়ে যে পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বোলাররা যেখানে এতটা দাপট দেখাতে পারছেন না সেখানে ভারতীয় ফাস্ট বোলাররা কিভাবে এতটা বিপজ্জনক হয়ে উঠছেন?
আরও পড়ুন: মুম্বাইয়ের বোম্বাটে! বুমরা, সিরাজকে ছাপিয়ে বিধ্বংসী শামি, ভারতের জার্সিতে বিশ্বকাপে গড়লেন ইতিহাস
এবার তিনি একটি বিস্ফোরক অভিযোগও তুলেছেন। তিনি আইসিসির ভারতীয় দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে আপাতত শিরোনামে। তিনি একটি টিভি শো-তে বসে মন্তব্য করেছেন, “আমি জানি না, কিন্তু হতেও পারে যে আইসিসি ভারতীয় দলকে এমন বলে বোলিং করতে দিচ্ছে যেগুলি বেশি সুইং বা সিম করে এবং বোলাররা বেশি সাহায্য পান। নয়তো কি করে বাকিদের চেয়ে তারা এত বেশি বিপজ্জনক হয়ে উঠছে! আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখা উচিত।”
আরও পড়ুন: মজা করে শুভমানের স্পর্শকাতর অঙ্গে ব্যাটের গুঁতো কোহলির! জখম গিল পরের ম্যাচ খেলতে পারবেন?
তার এই মন্তব্যের পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকে মনে করিয়ে দিয়েছেন যে ভারতীয় দলেরও একই অবস্থা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে। কোন রান না করেই তিন ভারতীয় ক্রিকেটার ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। অস্ট্রেলিয়া যদি বিরাট কোহলির ক্যাচ মিস করে এবং বড় টার্গেট না প্রস্তুত করতে পারে তাহলে সেটা নিশ্চয়ই ভারতের দোষ নয়। এরকম ভিত্তিহীন অভিযোগ একজন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্যক্তি কিভাবে আনতে পারেন সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার