‘এত বড় নেতা কেন চলে যাচ্ছেন পার্টিকে ভাবতে হবে’! বার্লার BJP ত্যাগে আশঙ্কার মেঘ দেখছেন দিলীপ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে জোর ধাক্কা খেয়েছে বিজেপি (BJP)। বৃহস্পতিবার পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John Barla)। বিগত কয়েক মাস ধরেই তাঁর দলবদলের জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে তাতে শিলমোহর পড়ল। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বার্লার দলত্যাগে আশঙ্কার মেঘ দেখছেন মেদিনীপুরের সাবেক সাংসদ।

বার্লার বিজেপি ত্যাগ নিয়ে কী বললেন দিলীপ (Dilip Ghosh)?

গতকাল তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিজেপি ছাড়ার কারণ ‘ফাঁস’ করেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ। সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। দাবি করেন, হাসপাতাল নির্মাণের মতো উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। ইতিমধ্যেই এই নিয়ে বার্লাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

এই আবহে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খোলেন দিলীপ। বিজেপির এই দাপুটে নেতা বলেন, ‘অনেক দিন ধরে চলে যাবেন, চলে যাবেন শুনছিলাম। কেন এত বড় নেতা ছেড়ে চলে যাচ্ছেন সেটা পার্টিকে ভাবতে হবে। যে লোকটা এসেছিল তাঁর ট্রেড ইউনিয়ন রয়েছে। বিজেপি লাভও পেয়েছে। তাঁকে আমরা সম্মান দিয়েছি, মন্ত্রী করেছি’।

আরও পড়ুনঃ রাজ্যে নয়া দুর্নীতি? ১২ কোটি ৩৩ লাখ বাজেয়াপ্ত করল ED! কোন মামলায়?

বার্লা যে কারণেই দলত্যাগ করুন না কেন, তা ‘রাজনৈতিক ক্ষতি’ বলে দাবি করেন দিলীপ। তাঁর কথায়, ‘উনি যে কোনও কারণে চলে যান না কেন, এতে রাজনৈতিক ক্ষতি হবে। কারণ ওনার পিছনে লোক রয়েছে। এই প্রকারের ঘটনা ঘটা চিন্তার বিষয়। নিশ্চয়ই পর্যালোচনা হবে’।

BJP leader Dilip Ghosh talks to RSS leaders

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল। ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপিও। এই আবহে ‘ফুল বদল’ করলেন উত্তরের দাপুটে নেতা জন বার্লা। এর ফলে তৃণমূলের যেমন শক্তি বৃদ্ধি হয়েছে, তেমনই চাপ বেড়েছে বিজেপির। এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই নিয়ে আশঙ্কার মেঘ দেখছেন দিলীপও (Dilip Ghosh)। ’এই প্রকারের ঘটনা ঘটা চিন্তার বিষয়’, স্পষ্ট বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X