ভারতের কাছে হাত পাতল মুইজ্জু! ‘জেদ ছাডুন’, বিশেষ পরামর্শ প্রাক্তন প্রেসিডেন্টের

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লাক্ষাদ্বীপ ভ্রমণের পর থেকেই তিক্ত হয়ে চলেছে ভারত-মালদ্বীপ (India-Maldives) দ্বিপাক্ষিক সম্পর্ক। যদিও কূটনীতিকদের মতে, লাক্ষাদ্বীপ তো কেবল একটা বাহানা মাত্র, দ্বীপরাষ্ট্র তো ছুতো খুঁজছিল এতদিন। আসলে চীনপন্থী মুইজ্জু (Mohamed Muizzu) যে ভারতকে একেবারেই সহ্য করতে পারেনা তা তো প্রথম থেকেই স্পষ্ট। তিনি মসনদে এসেইছিলেন ‘ইন্ডিয়া আউট’ নীতি নিয়ে।

যদিও তাতেও মে মালদ্বীপ খুব স্বস্তিতে রয়েছে এমনটা নয়। কারণ ভারতের কাছে মোটা অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের। আর এখন মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু্ চাইছেন, ভারত সরকার যেন তাদের এই ঋণ মকুব করে দেন। এমনকি তিনি তো এটাও বলেন যে, ভারত মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু। ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই নয়া দিল্লি এবারও যেন বন্ধুর পাশে দাঁড়ায় সেই আর্জি জানিয়েছেন তিনি।

মুইজ্জুর এই ঘোষণার পরই ভারতজুড়ে শুরু হয়েছে কটাক্ষ। যে দেশকে মুইজ্জুর এত অপছন্দ, সেই দেশের কাছে হাত পাততে হচ্ছে দ্বীপরাষ্ট্রকে। একই সাথে কটাক্ষ শুরু হয়েছে সেদেশেও। এইদিন মহম্মদ মুইজ্জুকে কড়া ভাষায় ধুয়ে দিলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি। তিনি জানিয়েছেন, ভারত নয়, মালদ্বীপের সমস্যার আসল কারণ চীন।

আরও পড়ুন : দোলের সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, দাউদাউ করে জ্বলছে বাঁকুড়ার চালকল, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

সোলি জানিয়েছেন, ভারতের কাছে মালদ্বীপ ঋণ নিয়েছে ৮০০ কোটি টাকা (মালদ্বীপের মূদ্রায়)। যেখানে চীনের কাছে মালদ্বীপের ঋণ রয়েছে ১৮০০ কোটি। অতএব মালদ্বীপের বোঝা বাড়িয়েছে চীন‌। যদিও ভারতপন্থী সোলির মতে, ভারতের কাছে ঋণ মকুবের আর্জি করা যেতে পারে। তবে তার জন্য ভারত বিরোধীতার জেদ ধরে না বসে থেকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখ উচিত।

আরও পড়ুন : একটা টাকাও নয়, দোলে বিনামূল্যে LPG সিলিন্ডার পাবে ২ কোটি মানুষ! বড় ঘোষণা রাজ্য সরকারের

1704691453 india maldives

সোলির কথায়, “প্রতিবেশী দেশগুলো সাহায্য করবে বলেই আমরা আশাবাদী। তাই জেদ ধরে বসে না থেকে আলোচনা শুরু করতে হবে। অনেকেই আমাদের সাহায্য করতে পারবে, কিন্তু মুইজ্জু তো মিটমাট করতেই রাজি নন।” এখন মহম্মদ মুইজ্জু কি সোলির দেওয়া উপদেশ পালন করবেন নাকি এখনও ভারত বিরোধীতা বজায় রাখবেন সেটাই দেখার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর