বাংলার পাশেই ‘গোপন’ ঘাঁটি, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে চলছিল এই সব! ধরা পড়তেই ‘ফাঁস’ বিষ্ফোরক তথ্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীর হামলার (Kashmir Attack) ঘটনার পরেই অ্যাকশন শুরু করেছে ভারত। হামলার কিছু পরেই প্রকাশ করা হয়েছে সন্দেহভাজন জঙ্গিদের ছবি। সন্ত্রাসবাদীদের খুঁজতে কাশ্মীর কার্যত চষে ফেলছে জওয়ানরা। এর মধ্যেই ঝাড়খণ্ডের ধানবাদে ঘটে গেল আরেক ঘটনা। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড।

জঙ্গিদের (Kashmir Attack) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধানবাদে গ্রেফতার ৪

জানতে গিয়েছে, একাধিক জঙ্গিদের (Kashmir Attack) সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। হিজবুল তাহরি, আল কায়েদা, আইসিস এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এক মহিলা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি অস্ত্র ব্যবসা সহ দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে ধৃতদের বিরুদ্ধে।

Four arrested in dhanbad after kashmir attack

কাদের গ্রেফতার করা হল: গোয়েন্দা সূত্রে পাওয়া খবর বলছে, ধৃত চার ব্যক্তির নাম গুলফাম হাসান, শেহজাদ আলম, অয়ন জাভেদ এবং শবনম পারভিন। আসানসোল থেকে মাত্র ৪০ কিমি দূরেই গোপন ঘাঁটি বানিয়ে কার্যকলাপ চালাচ্ছিল তারা। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্রও মিলেছে বলে খবর।

আরো পড়ুন : ডেডলাইন শেষ, ঘোরালো হচ্ছে ভারত-পাক পরিস্থিতি, আদনান সামিও এবার ছাড়বেন দেশ?

উদ্ধার প্রচুর অস্ত্র: জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, ১২ টি কার্তুজ ছাড়াও ইলেকট্রনিক গ্যাজেটে এবং বছর কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (Kashmir Attack) কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হমেছে। পহেলগাঁও হামলার পরেই এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

আরো পড়ুন : পহেলগাঁওয়ের আতঙ্কের মাঝেই এবার বাড়িতে ঢুকে গুলি জঙ্গিদের! ফের গেল প্রাণ

গত মঙ্গলবার দুপুরে জঙ্গিরা নির্বিচারে গুলি করে মারে পর্যটকদের। অভিযোগ উঠেছে, গুলি করার আগে হিন্দু মুসলিম আলাদা কম্মরা হয়েছিল। বেছে বেছে হিন্দুদের গুলি করার অভিযোগ উঠেছে। সেনা, পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে, তৎক্ষণাৎ অ্যাকশন করা যাবে না, একথা মাথায় রেখেই ওই স্থানে হামলার প্ল্যান করা হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X