বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের ধমতরি জেলার সেনার এনকাউন্টারে চার নকশালি জঙ্গিকে খতম করা হয়েছে। পাওয়া তথ্য অনুযায়ী, মেচকা থানা এলাকার জঙ্গলে এই এনকাউন্টার চলে। মৃত নকশাল জঙ্গিদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন মহিলা ছিল।
সেনা চার জনের মৃত দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে নকশালিদের হাতিয়ার উদ্ধার করা হয়েছে। এনকাউন্টার নিয়ে ডিআইজি নকশাল অপারেশন সুন্দররা পি বলেন, এখনো অভিযান চলছে। সেনা জঙ্গলের ভিতরেই আছে এখনো। নকশালিদের বিরুদ্ধে সেনার এটা একটা বড় অভিযান। আপাতত গোটা এলাকা এবং জঙ্গল ঘিরে সার্চ অপারেশন চলছে।
Chhattisgarh: Four Naxals killed in an encounter with Police Special Task Force (STF) in Dhamtari. All 4 bodies & seven weapons recovered. pic.twitter.com/Yj25xti2ky
— ANI (@ANI) July 6, 2019
পাওয়া তথ্য অনুযায়ী, সেনার কাছ গোপন সুত্রে জঙ্গলে বড়সড় নকশালি হামলার খবর এসেছিল। এরপর শনিবার সকালে এসটিএফ আর ডিএফ এর সংযুক্ত দল তল্লাশি অভিযানে বেড়িয়েছিল। সেই সময় নকশাল জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, সেনার উপর গুলি চালাতে শুরু করে। নকশাল জঙ্গিদের গুলির জবাবে সেনাও পাল্টা হামলা করে। সেনার হামলায় খতম হয় চার নকশাল জঙ্গি।