বিশ্বকাপের চতুর্থ দিনেই চমক, ভেঙে গেল এবি ডিভিলিয়ার্সের দ্রুততম ODI শতরানের রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ক্রিকেট সমর্থকরা পুরোদমে বিশ্বকাপ উপভোগ করছেন। শনিবার অবধি বিশ্বকাপে হওয়া ৪টি ম্যাচ ছিল চার রকমের ঘটনাবহুল। নিউজিল্যান্ডের বদলা, পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও জয়, বাংলাদেশের টানা তৃতীয়বার জয় দিয়ে বিশ্বকাপ শুরু এবং দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচের একাধিক বিশ্বরেকর্ড অত্যন্ত উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু বিশ্বকাপের তৃতীয় দিনে বিশ্বকাপের মঞ্চ থেকে নয় কিন্তু একটি বিশ্ব রেকর্ড তৈরীর খবর এলো মার্শ ওয়ান ডে কাপ থেকে। এতদিন অবধি ৫০ ওভারের খেলায় দ্রুততম শতরানের রেকর্ডটি ছিল এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) নামে। দক্ষিণ আফ্রিকান সেই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে শতরান করার রেকর্ড করেছিলেন। কিন্তু এদিন তার রেকর্ড ভেঙে গেল।

মার্শ ওয়ান ডে কাপের ম্যাচে ওয়েস্ট এন্ড রেডব্যাকস মুখোমুখি হয়েছিল তাসমানিয়ান টাইগার্সের। প্রথম ইনিংসে ৪৩৫ রানের টার্গেট পাওয়ার পর ব্যাটিং করতে নেমেছিল রেডব‍্যাকস। আর ৪৩৫ রান তাড়া করতে নেমেই বিশ্বরেকর্ড গড়েন রেডব্যাকস ব্যাটার জেক ফ্রেশার ম্যাকগার্ক (Jake Fraser McGurk)।

mcgurk

এদিন ২৯ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন তিনি। ৩২৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। শেষপর্যন্ত যখন তিনি ড্রেসিংরুমে ফেরেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৩৮ বলে ১২৫ রানের একটি ঝলমলে ইনিংস। নিজের এই ৩৮ বলের ইনিংসে তিনি মেরেছিলেন ১০টি চার ও ১৩টি ছক্কা।

আরও পড়ুন: ভারতের মাটিতেই ভাঙলো বাংলাদেশের বিশ্বরেকর্ড! ম্যাচ জিতেও মনমরা টাইগার্সরা

এই মুহূর্তে বিশ্বকাপ নিজের আপন গতিতে এগিয়ে চলছে। গতকালের বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শত রানের রেকর্ড করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করম। চতুর্থ দিনে ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাই হয়তো অনেকেরই চোখ এড়িয়ে যাবে এই খবরটি। কিন্তু এমন বিধ্বংসী ব্যাটিং অতীতে কোনও দেশের ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর