বাংলাহান্ট ডেস্ক : ভারতের মতন প্রগতিশীল দেশে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ আশা করে থাকে রেশনের দেওয়া চাল ও গমের দিকে। শুধুমাত্র রেশনের এই বিনামূল্যে পাওয়া চাল ও গম দিয়ে চলে তাদের সংসার। এই রেশন ই তাদের দুবেলার অন্ন – রুটি জোটায়। রেশন ই তাদের একমাত্র ভরসা।
এই রেশনের চাল ও গমের বন্টনে পড়ল নিষেধাজ্ঞা। বন্ধ হতে পারে বিনামূল্যে রেশন। বিনামুল্যে যারা চাল ও গম পেতেন তাদের ক্ষেত্রে ধেয়ে এল জোরদার ধাক্কা! তাই মাথায় হাত নিম্নবিত্ত মানুষদের।
এখন থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন রেশন দোকান থেকে বিনামূল্যে চাল গম নাও পেতে পারেন সেখানকার মানুষ। রাষ্ট্র খাদ্য সুরক্ষা যোজনার আওতায় খাদ্য শস্য তথা চাল ও গম পাওয়া যেত এক্কেবারেই বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে। কিন্তু এখন থেকে সেই রাষ্ট্র খাদ্য সুরক্ষা যোজনার আওতাভুক্ত খাদ্য শস্য আর বিনামূল্যে পাবেন না । সেই খাদ্যশস্য পাওয়ার জন্য কার্ড ধারীদের দিতে হতে পারে টাকা। এমনটাই জানানো হয়েছে একটি প্রতিবেদনে।
ওই প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর বিনামূল্যে যে রেশন দেওয়া হতো তার মেয়াদ বাড়ানো হয়েছিল । জুন মাসে যে রেশন দেওয়া হতো তা ইতিমধ্যেই বিনামূল্যে পেয়ে গেছেন উপভোক্তারা। সেই মেয়াদ বর্তমানে শেষ হতে চলেছে এবং আশঙ্কা করা হচ্ছে এরপর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে গম ও চালের বিনামূল্যে বন্টন। এরপর থেকে হয়তো চাল ও গম এই দুই খাদ্যশস্য বিনামূল্যে নয় বরং কিছু টাকা দিয়ে কিনে নিতে হবে উপভোক্তাদের।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা