অভিজ্ঞতার নম্বরে অন্যায়! SSC ২০২৫ নিয়ে হাইকোর্টে দায়ের নয়া মামলা

Published on:

Published on:

Fresh Petition Filed in Calcutta High Court Over SSC 2025 Results
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়েছে একাধিক মামলা। অভিজ্ঞতার ১০ নম্বর, অযোগ্যদের নাম তালিকায় থাকা, পার্ট-টাইম শিক্ষকদের নম্বর, এই সব বিষয় নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে প্রশ্নের পাহাড়।

সমান সুযোগের দাবি জানিয়ে হাই কোর্টে (Calcutta High Court) মামলা

নতুন মামলায় অভিযোগ উঠেছে যে, অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর সরকারি স্কুলের শিক্ষকেরা পেয়েছেন, কিন্তু সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা সেই নম্বর পাননি। তাই সমান সুযোগের দাবি জানিয়ে মামলা করা হয়েছে হাই কোর্টে (Calcutta High Court)।

ফল প্রকাশের পর দেখা গেল অযোগ্যদের নামও রয়েছে!

একাদশ-দ্বাদশ স্তরের ফল বেরোনোর পর আইনজীবী ফিরদৌস শামিম আদালতের সামনে তুলে ধরেন, তালিকায় বেশ কয়েকজন অযোগ্য প্রার্থীর নাম রয়েছে। এমনকি তাঁদের মধ্যে কয়েকজনকে ইন্টারভিউয়ের ডাকও দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় শিক্ষকদের পাশাপাশি ক্লার্কদের নামও পাওয়া গিয়েছে, যা নিয়ে আরও প্রশ্ন উঠছে। এই মামলাগুলির শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।

পার্ট-টাইম শিক্ষকদের নিয়ম মানা হয়নি?

আরও একটি মামলায় এসএসসি জানিয়েছিল পার্ট-টাইম শিক্ষকরা অভিজ্ঞতার নম্বর পাবেন না। কিন্তু বাস্তবে অনেক পার্ট-টাইম শিক্ষক সেই নম্বর পেয়েছেন। এই অভিযোগ নিয়েও মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানি আগামী বুধবার।

Fresh Petition Filed in Calcutta High Court Over SSC 2025 Results

আরও পড়ুনঃ মুকুলকে বাঁচাতে মাঠে নামছে বিধানসভা? সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে ফের লড়াই শুরু তৃণমূল-বিজেপির

যাঁরা সদ্য পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছেন, তাঁদের দাবি, অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বরের কারণে তাঁরা ফুল নম্বর পেলেও ভেরিফিকেশন কল পাননি। তাঁদের অভিযোগ, এই নম্বর দেওয়া হয়েছে পুরনো ২০১৬ সালের প্যানেলের চাকরি হারানোদের সুবিধা দিতে। নতুন মামলায় এবার প্রশ্ন উঠেছে যে, সরকারি স্কুলের শিক্ষকেরা অভিজ্ঞতার নম্বর পাবেন অথচ বেসরকারি স্বীকৃত স্কুলের শিক্ষকরা কেন বঞ্চিত হবেন? এই মামলার শুনানিতে এবার হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি কি রায় দেন সেদিকেই তাকিয়ে চাকরি প্রার্থীদের একাংশ।