বিয়েতে নব দম্পতিকে মজাদার উপহার দিল বন্ধুরা, নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বিয়ের মরশুম হওয়ায় নানারকমের ভিডিও ভাইরাল (video viral) হয়েছে স্যোশাল মিডিয়ায়। যা দেখে কখনও হেসে উঠেছে নেটিজনরা, আবার কখনও আবেগঘন হয়েছে নেট নাগরিকরা। তবে সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় একটি রিসেপশনের ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকহারে, যা হাসির রসদ যুগিয়েছে নেটজনতার।

সদ্য বিবাহিত একটি দম্পতির রিসেপশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল   মিডিয়ায়। যেখানে দেখা যায় রিসেপশনের অনুষ্ঠানেই বন্ধুরা দারুণ সমস্ত উপহার দিল নব দম্পতিকে। যা দেখে হো হো করে হেসে উঠল বিয়ে বাড়িতে উপস্থিত আত্মীয়রা।

আসুন দেখে নেওয়া যাক, সেই মজাদার ভিডিও।

 

ভিডিওতে দেখা যায়, নব দম্পতিকে আসরে বসিয়ে বন্ধুরা এক এক জন করে নাচতে নাচতে এসে একটি করে গিফট তুলে দিচ্ছে নব দম্পতিকে। ব্যাকগ্রাউন্ডে চলছে ‘উরি উরি বাবা কি দারুণ’, উষা উত্থুপের গলায় সেই বিখ্যাত গান। বন্ধুরা একে একে এসে- বাচ্চাদের জামা জুতো থেকে শুরু করে, বাচ্চাদের দোলনা, খেলনা, লজেন্স, স্কুল ব্যাগ, টিফিন, প্যাম্পারস, এমনকি বাচ্চাদের পটিও গিফট দেয় তারা।

বন্ধুর বিয়েতে এমন ধরণের অদ্ভূত গিফট আগেও দিতে দেখা গেলেও, এই পদ্ধতিটা বেশ অন্যরকম। বাচ্চার জন্মের পর থেকে স্কুলে যাওয়া অবধি যা যা প্রয়োজন, সবই প্রায় দিয়ে দিয়েছে বন্ধুরা। বন্ধুদের এই উপহার দেখে নব দম্পতিও লজ্জায় লাল হয়ে গেছে। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। পাশাপাশি তা নেটদুনিয়ায় শেয়ারও হয় ব্যাপকহারে।

Smita Hari

সম্পর্কিত খবর