এবার আরোও কম টাকায় কলকাতা টু শিলিগুড়ি! AC ভলভো পরিষেবা শুরু WBTC-র

বাংলাহান্ট ডেস্ক : প্রচন্ড গরমে সকলের নাভিশ্বাস ওঠার অবস্থা। এই সময় অনেকেই চাইছেন উত্তরবঙ্গে ঘুরতে যেতে। কিন্তু ট্রেনের টিকিট অমিল। তাহলে কীভাবে আরাম করে ঘুরতে যাবেন উত্তরবঙ্গে? আজকের এই প্রতিবেদনে রইল সেই সমস্যার সমাধান। এবার ট্রেন ছাড়াও উত্তরবঙ্গে খুব সস্তায় ও আরামদায়ক ভাবে পৌঁছে যেতে পারবেন আপনি।

ভাবছেন সেটা কীভাবে সম্ভব? এই অসম্ভবকেই সম্ভব করেছে রাজ্যের পরিবহন দপ্তর। WBTC এবার এসি ভলভো বাস পরিষেবা শুরু হল কলকাতা (Kolkata) থেকে শিলিগুড়ির (Siliguri) মধ্যে। WBTC জানিয়েছে, এই এসি ভলভো বাসটি প্রতিদিন ধর্মতলার L 20 বাস স্ট্যান্ড থেকে বিকাল ৫ টা ৫০ মিনিটে রওনা দেবে শিলিগুড়ির উদ্দেশ্যে। wbtconline.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বুক করতে পারেন এই বাসের সিট।

আনুমানিক পরের দিন ভোর ৬ঃ৩০ নাগাদ এই বাসটি গিয়ে পৌঁছবে শিলিগুড়ি। অন্যদিকে, শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কলকাতার উদ্দেশ্যে এই বাস রওনা দেবে বিকাল ৫:৫০ মিনিট নাগাদ। জানা গেছে এই ভলভো বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এবার আসা যাক এই বাসের ভাড়ার কথায়।

AC Volvo

অনেকেই ভাবছেন শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার জন্য এই বাসের ভাড়া হয়তো অনেক গুণ বেশি। তবে আপনাদের জানিয়ে রাখি ভাড়ার বিষয় চিন্তা করার দরকার। WBTC এর পক্ষ থেকে জানা গিয়েছে এই বাসের ভাড়া ১৩৫৫ টাকা। কলকাতা থেকে এই বাসটি ভায়া এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসত, কৃষ্ণনগর, মালদা, রায়গঞ্জ হয়ে পৌঁছাবে শিলিগুড়িতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর