বাংলাহান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই লক্ষী ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে বিধবা মহিলারাও আবেদন করতে পারবেন লক্ষীর ভান্ডারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষীর ভান্ডার রীতিমতো গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দলের একটি হাতিয়ারে পরিণত হয়।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসিক ৫০০ ও ১০০০ টাকার ভাতা পেয়ে থাকেন। যে সকল মহিলারা সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করেন, বা সরকারি পেনশন প্রাপক তারা ছাড়া রাজ্যের সকল মহিলারা এই প্রকল্পের অধীনে ভাতার সুবিধা পেয়ে থাকেন। তবে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে বিধবা মহিলা বা বার্ধক্য ভাতা পাওয়া মহিলারাও আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডাদের জন্য।
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সারা রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার। মঙ্গলবার দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম দিনে ২ হাজার ৭৯১টি ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে খাদ্যসাথী, জাতিগত শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট কার্ড-সহ ২৫ টি সরকারি পরিষেবার সরাসরি সুবিধা পাবেন সাধারণ মানুষ।
পাশাপাশি জমির পাট্টা ও বিদ্যুৎ সংযোগের আবেদনও করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এছাড়াও কোন অভিযোগ থাকলে তাও জানানো যাবে দুয়ারে সরকার ক্যাম্পে। রাজ্যের মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সবাই সঠিকভাবে পরিষেবা পাওয়ার পাশাপাশি যাতে অভিযোগও জানাতে পারেন সেই দিকে নজর রাখতে।