সপ্তাহে চলবে না বহু ট্রেন! মাথায় হাত শিয়ালদা রুটের যাত্রীদের, প্রকাশ্যে এল এক ‘চক্রান্তে’র গন্ধ

বাংলাহান্ট ডেস্ক : লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য ফের একবার বাতিল অসংখ্য ট্রেন (Train)। শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) একাধিক ট্রেন বাতিল করা হল আগামী ২০ ও ২১শে জুলাই। জানা গেছে, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি সব কটি লোকাল ট্রেন। পাশাপাশি যাত্রা পথ বদল করা হয়েছে কিছু দূরপাল্লার ট্রেনের। সময়সূচী পরিবর্তিত হয়েছে কিছু ট্রেনের।

শিয়ালদা (Sealdah) থেকে বহু ট্রেন বাতিল

আগামী রবিবার অর্থাৎ ২১শে জুলাই তৃণমূলের ধর্মতলায় ‘শহীদ সমাবেশ’ রয়েছে। ওই দিন গোটা রাজ্য থেকে লক্ষ লক্ষ তৃণমূল সমর্থকের আসার কথা ধর্মতলায়। সেদিনই অসংখ্য লোকাল ট্রেন বাতিল (Cancellation) হওয়ায় চরম যাত্রী দুর্ভোগের  আশঙ্কা করা হচ্ছে। সেদিন ছুটির দিন হওয়ায় সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকে।

আরোও পড়ুন : ট্রেন দুর্ঘটনার শুরু হয়েছে হিড়িক! এবার এই রাজ্যে লাইনচ্যুত মালগাড়ি, ক্ষতিগ্রস্ত রেলপথ

তবে অনেকেই অন্যান্য কাজে বাইরে বের হন। লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, ২১শে জুলাই তৃণমূল কর্মী-সমর্থকেরা ধর্মতলামুখী হন বাসে-ট্রেনে চেপেই। সভা শেষ হওয়ার পর তারা ট্রেন বা বাস করেই ফিরে যান। সেদিন অসংখ্য ট্রেন বাতিল থাকায় স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে অত্যধিক পরিমাণ ভিড় হবে ট্রেনে।

আরোও পড়ুন : বিয়েবাড়ি মিটতেই নীতার ‘হ্যাপি বার্থডে’! আরেব্বাস! যা আয়োজন মুকেশের…কত খসল জানেন?

পূর্ব রেল শুক্রবার জানিয়েছে, আপ ও ডাউন মিলিয়ে শনিবার বাতিল থাকবে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ-রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল। আপ ও ডাউন মিলিয়ে রবিবার বাতিল থাকছে চার জোড়া নৈহাটি-ব্যান্ডেল, দু’জোড়়া শিয়ালদহ-কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়়া শিয়ালদহ-রানাঘাট লোকাল।

পাশাপাশি রবিবার বাতিল করা হয়েছে দু’জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট-নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল। এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে রবিবার।

সেদিন নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদহ টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস। শিয়ালদা ও অন্যান্য স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে তিস্তা তোর্সা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।

Sealdah 1 1.jpg

২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন ট্রেন বাতিলকে ‘চক্রান্ত’ হিসাবে দেখছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স (সাবেক টুুইটারে) হ্যান্ডলে লিখেছেন, “তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে। তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি। এ ভাবে তৃণমূলকে থামানো যাবে না।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর