অভিশাপ কাটিয়ে যাত্রা শুরু করতেই বিপত্তি! করমণ্ডলে মরমর অবস্থা যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : শনির দশা যেন কিছুতেই কাটতে চাইছে না করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) উপর থেকে। গত শুক্রবার হাওড়ার শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল করমন্ডল এক্সপ্রেস। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ অভিশপ্ত এই ট্রেনটি উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়।

এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনশোর কাছাকাছি মানুষ। আহত হাজারের কাছাকাছি। সেই দুর্ঘটনার ৫ দিন পর ফের আজ থেকে পথচলা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস। কিন্তু শুরুর প্রথম দিনই ফের বিপত্তি। আর এই বিপত্তির জেরে ট্রেনে উঠতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।

আজ দুপুর ৩ টে ২৫ নাগাদ হাওড়ার শালিমার থেকে যাত্রা শুরু করে করমন্ডল এক্সপ্রেস। কিন্তু সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর আগেই হঠাৎ খারাপ হয়ে যায় ট্রেনের এসি। যাত্রীদের অভিযোগ ট্রেন চলতে শুরু হওয়ার পরেও এসি কামরার বাতানুকূল যন্ত্র বন্ধ ছিল। তার কিছুক্ষণ পর চলতে শুরু হয় এসি। কিন্তু সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাতেই বন্ধ হয়ে যায় সেটি।

সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর আগেই বি১, বি২ ও বি৩ কামরার এসি বন্ধ হয়ে যায় বলে যাত্রীদের অভিযোগ। কিছুক্ষণ পর এসি চলতে শুরু করে বি১, বি২ কামরায়। কিন্তু এসি সম্পূর্ণভাবে বন্ধ ছিল বি৩ কামরায়। এই প্রচন্ড গরমে এসি কাজ না করায় অসুস্থ হয়ে পড়েন বহুযাত্রী। রীতিমতো নাজেহাল হতে হয় তাদের।

coromandel express 100713300

গত শুক্রবারের দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই আজ করমন্ডল এক্সপ্রেস এর যাত্রীরা আতঙ্কগ্রস্ত ছিলেন। এরপর ট্রেন হঠাৎ সাঁতরাগাছিতে থামায় তারা আরো শঙ্কিত হয়ে পড়েন। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী এই ব্যাপারে বলেছেন, “সংবাদমাধ্যমের থেকে এই খবর পেয়েছি। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর