বাংলাহান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির বৈঠক থেকে এবার সরাসরি বার্তা দিলেন বিধায়কদের। কেন পালন করা হয়নি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি? এই নিয়ে অভিষেক আজ সরাসরি আক্রমণ করেন উদয়ন গুহদের। অভিষেক বলেন, “পূর্ণাঙ্গ জেলা কমিটি যেন তৈরি হয় পরশু দুপুর ১২ টার মধ্যে। পূর্ণাঙ্গ ব্লক সমিতি ১৭ তারিখের মধ্যে যেন তৈরি হয়। সময় বেঁধে দিলাম ১৭ তারিখ পর্যন্ত।”
কালীঘাটের (Kalighat) এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “কাজ করেননি অনেক বিধায়ক। উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষ আপনাদের এলাকায় কেন কেউ যেতে পারবে না? কেন দ্বন্দ্ব রয়েছে জলপাইগুড়ির দুটো অঞ্চলে ব্লক সভাপতির ও অঞ্চল সভাপতির মধ্যে। দুদিন সময় দিলাম। কাজ না হলে সরিয়ে দেব পদ থেকে।”
এদিন অভিষেক বলেন, অঞ্চল কমিটির পূর্ণাঙ্গ করতে হবে আগামী ২৪ তারিখের মধ্যে। একতরফা কমিটি রিলিজ করা হলে তা বাতিল হয়ে যাবে। আপনারা দলের স্বার্থে কাজ করুন। ২০১৮ ও ২০২৩ এর পঞ্চায়েত ভোটের মধ্যে পার্থক্য অনেক। এই পঞ্চায়েতে ভোট হবে বিধায়ক-সাংসদ বাছাই এর মতো করে। দলকে আপনারা আপনাদের রেকমেন্ডেশন পাঠান। এমন কিছু নাম এসে পৌঁছেছে যাদের বিরুদ্ধে ক্ষোভ আছে মানুষের। দল তাদের প্রার্থী করবে না।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পদ নিয়ে অভিষেক আজ বলেন, পঞ্চায়েত করে খাওয়ার জায়গা নয়। প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের থেকে প্রাপ্ত তালিকা আমরা নেত্রীকে পাঠাবো। মানুষের কাছে যাবেন দিদির সুরক্ষা কবচ নিয়ে। বিধায়কদের সাথে যোগাযোগ রাখুন ব্লক সভাপতিরা। অফিসে বসে হোয়াটসঅ্যাপে কি দল চলে? যোগাযোগ বাড়ান মানুষের সাথে।