বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে সেই পরীক্ষার ফলাফল। এদিকে, উচ্চমাধ্যমিকের ফলাফল সামনে আসার পরেই পড়ুয়াদের মধ্যে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ব্যস্ততা পরিলক্ষিত হয়।
এমতাবস্থায়, এবার কলেজে ভর্তি হওয়ার নিয়মেই বড়সড় বদল আসছে। অন্তত রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। মূলত, কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি আরও বিভিন্ন বিষয় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা দপ্তরের তরফে এই নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে এবার থেকে কেন্দ্রীয় স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে।
পাশাপাশি, চলতি শিক্ষা বর্ষ থেকেই এই নিয়ম শুরু যাবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাজ্য শিক্ষা দপ্তরের তরফে কলেজে ভর্তির ক্ষেত্রে এহেন পরিকল্পনা গত বছর নেওয়া হলেও তা চালু করা সম্ভব হয়নি। যদিও, এবার চালু হয়ে যাবে এই নিয়ম। পাশাপাশি, এই প্রসঙ্গে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সুবিধা হবে পড়ুয়াদের: প্রসঙ্গত উল্লেখ্য যে, নতুন এই ব্যবস্থার ফলে একটি পোর্টালের মাধ্যমেই রাজ্যের কলেজগুলিতে কয়টি সিট ফাঁকা রয়েছে তা এবার থেকে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও খুব সহজেই জানতে পেরে যাবেন। সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই পোর্টাল থেকেই ভর্তির জন্য আবেদন এবং টাকা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তাঁরা।
যার ফলে কলেজে ভর্তির জন্য আলাদাভাবে কলেজের ওয়েবসাইটে আবেদন করার দরকার পড়বে না। এদিকে, এই নিয়মের আগে এতদিন পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদাভাবে কলেজের ফর্ম তুলতে হত। পাশাপাশি অনলাইনে আবেদনের বিষয়টিও আলাদাভাবে করা হত। এমতাবস্থায়, সামগ্রিকভাবে বিষয়টি আরও সহজ হয়ে যাবে পড়ুয়াদের জন্য।