হাসপাতালে ভর্তি হলেন চিকিৎক তথা সিপিএম নেতা ফুয়াদ হালিম, মহামারীতে ছিলেন গরিবদের পাশে

বাংলাহান্ট ডেস্কঃ চিকিৎসক তথা সিপিআইএম (Communist Party of India) নেতা ফুয়াদ হালিম (Dr Fuad Halim) করোনা কালে কোন কিছুর পরোয়া না করে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। প্রয়াত স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র ফুয়াদ হালিম করোনার সংকটের মধ্যে তাঁর তৈরি ‘কলকাতা স্বাস্থ্য সংকল্প’-এ দুঃস্থ মানুষদের জন্য মাত্র ৫০ টাকায় ডায়ালিসিসের ব্যবস্থা করেছিলেন।

মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস করাতেন
এই চিকিৎসক একজন করোনা যোদ্ধা হিসাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করছিলেন। তাঁর স্বাস্থ্য দফতরের দরজা সর্বদাই খোলা রয়েছে দীশেহারা মানুষদের জন্য। বেশিরভাগ ডায়ালিসিস কেন্দ্র যখন বন্ধ ছিল, তখন মাত্র ৫০ টাকায় গত ২৬ শে মার্চ থেকে ৩০ শে জুন পর্যন্ত তাঁর হাসপাতালে ২,৩৫৭ জনের ডায়ালিসিস করা হয়েছিল।

draaaaaaa

অসুস্থ হলেন করোনা যোদ্ধা
এবার এই করোনা যোদ্ধাই হয়ে পড়লেন অসুস্থ। রোগীদের চিকিতসারত অবস্থায় কয়েকদিন হোম আইসোলেশনে থাকলেও, তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। এবার তাঁকে রবীন্দ্র সদনের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হল। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

ট্যুইট করলেন চিকিৎসকের স্ত্রী
এই চিকিৎসকের স্ত্রী সায়রা শাহ হালিম বুধবার একটি ট্যুইট করে বলেন, ‘কোভিডের প্রথম সারির একজন যোদ্ধা হয়ে মহামারীর সময় অসংখ্য অভাবী, দরিদ্র এবং অসুস্থ মানুষের চিকিৎসা করেছে আমার স্বামী। বর্তমানে ফুয়াদ হালিম বেলভিউয়ের আইসিইউতে ভর্তি রয়েছেন। দুবার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও, চিকিৎসকরা সন্দেহ করছেন সার্স বা কোভিড নিউমোনিয়া রোগে আক্রান্ত তিনি। মানসিক পরিস্থিতিতে সকলের কাছে অনুরোধ, আপনারা দয়া করে ওনার জন্য প্রার্থনা করুন।’


Smita Hari

সম্পর্কিত খবর