বাংলাহান্ট ডেস্ক: বাংলা ব্যান্ডের জনক বলা যেতে পারে ‘মহীনের ঘোড়াগুলি’কে (Mohiner Ghoraguli)। কয়েকজন সঙ্গীতশিল্পী একজোট হয়ে সঙ্গীতের নতুন একটা দিক খুলে দিয়েছিলেন শ্রোতাদের জন্য। এত দশক পরেও এখনো একই রকম প্রাসঙ্গিক এই ব্যান্ড। কিন্তু সম্প্রতি একটা খারাপ খবরে মন ভেঙে গিয়েছে মহীনের ঘোড়াগুলির অনুরাগীদের। ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা তাপস দাস বাপি (Tapas Das Bapi) গুরুতর অসুস্থ।
দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত তাপস দাস বাপি। ৬৮ বছর বয়স প্রবীণ শিল্পীর। চারটি কেমোথেরাপি নেওয়া হয়ে গিয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি নাকি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। শিল্পীর স্ত্রী জানান, বিগত তিন মাস ধরে সম্পূর্ণ তরল খাবার খেয়ে রয়েছেন তিনি। রাইলস টিউব লাগিয়ে রাখতে হয় সবসময়।
তাঁর স্ত্রী আরো জানান, আপাতত পালমোনোলজিস্টের কাছে চিকিৎসা করাবেন তাপস দাস। টাটা মেডিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, এখনি শিল্পীর শারীরিক পরিস্থিতি রেডিয়েশন থেরাপির জন্য উপযুক্ত নয়। তাই কিছুদিন পর রেডিয়েশন থেরাপি শুরু হবে। স্টেজ থ্রি ক্যানসারে রয়েছেন সঙ্গীতশিল্পী।
অসুস্থতার কাছে অবশ্য হার মানেননি তাপস দাস বাপি। বরং রাইলস টিউব লাগিয়েই গানের অনুষ্ঠান করছেন তিনি। সম্প্রতি বাংলা সঙ্গীতমেলায় এই অবস্থাতেই হুইল চেয়ারে বসে গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গীতপ্রেমীরা কুর্নিশ জানাচ্ছেন প্রবীণ সঙ্গীতশিল্পীর অদম্য জেদ আর প্রাণশক্তিকে।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাপস দাস বাপির চিকিৎসার জন্য অনুদান সংগ্রহও শুরু হয়েছে। ক্যানসারের চিকিৎসার খরচ কম নয়। ২১ দিন অন্তর কেমোর জন্য হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসার জন্য তাই শিল্পীর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনুদান সংগ্রহের ডাক উঠেছে। এই উদ্যোগে খুশি শিল্পীর স্ত্রী। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।