জি২০ সম্মেলনে এসেই ভারতকে ‘বিশেষ’ সাপোর্ট! চিনকে কড়া বার্তা বাইডেনের, যা বললেন….

বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন জি২০ সম্মেলন (G20 Summit) ঠিক তখনই আমেরিকার সঙ্গে ভারতের (India) সুসম্পর্কের ছবিটা আরোও একবার স্পষ্ট হয়ে উঠল। ফের একবার ভারতকেই সমর্থন জানিয়ে নিরাপত্তা পরিষদে সংস্কার চেয়ে মুখ খুললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

শুধু তাই নয়, ভারতের এই দাবির পক্ষে রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি সাবা করোসিও। বলা বাহুল্য, আধুনিক দুনিয়ায় সময়ের দাবি মেনে নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে বারবার সওয়াল করে এসেছে। নয়াদিল্লিতে জি-২০ বৈঠকে যোগ দেওয়ার আগেই নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসেন বাইডেন।

আরোও পড়ুন : দুর্নীতির মামলায় বড় অ্যাকশন সিআইডির! গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

যৌথ বিজ্ঞপ্তি দিয়ে এরপরই জানানো হয়, বাইডেনও নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষেই সায় দিচ্ছেন। বলা বাহুল্য, ভারত দীর্ঘদিন ধরেই পাঁচ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে, নয়াদিল্লির দাবিকে সমর্থন জানিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া।

আরোও পড়ুন : সাবধান! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলো

কিন্তু, চিন বাধ সাধার কারণেই লাভের লাভ কিছুই হয় নি। এবার ভারতের মাটিতে দাঁড়িয়ে এই প্রস্তাব দিয়ে বাইডেন কড়া বার্তা দিলেন সরাসরি চিনকেই। প্রসঙ্গত উল্লেখ্য, গত মে মাসে ভারতের তরফে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দেওয়া হয়েছিল যে জইশ-ই-মহম্মদের জঙ্গি আবদুল রাউফ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হোক।

modi biden us

সেইসময় চিনের বিরোধিতায় ভারতের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এছাড়াও, গত বছরের জুনে লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কি এবং লস্কর জঙ্গি শাহিদ মাহমুদের ক্ষেত্রেও বেজিং ভারতের সাথে সহমত পোষণ করে নি। যখন বিশ্বজুড়ে চর্চা শুরু হয়ে গিয়েছে যে, পাকিস্তানি জঙ্গিদের আড়াল করতে চাইছে চিন ঠিক তখনই আমেরিকাকে পাশে পেল ভারত।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর