গদর ২-র সাফল্যের মাঝেই বড় ঝটকা! ঋণের দায়ে ডুবলেন সানি, নিলামে উঠছে বাড়ি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আজকাল সর্বত্র আলোচনায় সানি দেওল (Sunny Deol)। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর 2′ (Gadar 2) এখন সুপারহিট। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি মাত্র ৯ দিনের মধ্যেই ৩৫০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। যা কোভিড পরবর্তী সময়ে ইতিহাস তৈরির মতোই। কারণ বিগত কয়েক বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে ‘পাঠান’ ব্যতীত আর কোনও বলিউড ছবিই বিশেষ ভালো ব্যবসার মুখ দেখেনি।

তবে সানি দেওলের হাত ধরে গদর-২ আবারও নতুন ইতিহাস তৈরি করছে। ইন্ডাস্ট্রির পাশাপাশি সানি দেওলের কেরিয়ারেও নতুন মাইলস্টোন তৈরি করেছে এই ছবি। কিন্তু কথায় আছে না, সবকিছু একসাথে পাওয়া যায়না। আর ঠিক সেটাই হয়েছে সানি দেওলের ক্ষেত্রেও। একদিকে যেখানে তার ছবি বক্স অফিসে আগুন ধরাচ্ছে, অন্যদিকে তার একটি সম্পতি নিলামির মুখে।

পেজ থ্রীর খবর, একটি ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের লোন নিয়েছিলেন সানি দেওল। যা পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কটি এখন তার মুম্বাই-র এই সম্পত্তি নিলাম করার জন্য একটি বিজ্ঞাপন দিয়েছে। আর খবরটি প্রকাশ্যে আসতেই তুলকালাম কান্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী এমন হল যে, সোজা বাড়ি বন্ধক দিতে হল সানি দেওলকে?

আরও পড়ুন : গাড়ি থেকে নেমে সটান যোগীর পায়ে, রজনীকান্তের আচরণে মুগ্ধ নেট দুনিয়া! ভাইরাল ভিডিও

theft 2023 08 20t122601 194

প্রসঙ্গত উল্লেখ্য, সানি দেওলের এই ভিলা নিলামের জন্য বিজ্ঞাপন দিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)। জানা যাচ্ছে, এই ব্যাঙ্ক থেকে একটা মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন সানি। এই ঋণের অঙ্ক প্রায় ৫৬ কোটি টাকা। পরিবর্তে তিনি মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত ‘সানি ভিলা’ নামে তার এক বিলাসবহুল ভিলা বন্ধক রেখেছিলেন। শোনা যাচ্ছে, এই ঋণ এখনও পরিশোধ করতে পারেননি সানি।

আরও পড়ুন : ‘বিশ্বাসঘাতক! আর কাউকে কাঁদালে কড়া পদক্ষেপ নেব’, ওপেন থ্রেট অঙ্কুশের! টলিউডে তুলকালাম

gadar 2 (1)

এখন এই ঋণ এবং তার উপর ধার্যকৃত সুদ আদায়ের জন্য ব্যাংক এই সম্পত্তি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কের বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘সানি ভিলা’ নিলামের দিন ঠিক করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। এদিকে সানির ফিল্মি কেরিয়ারের কথা বললে, ‘গদর 2’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফিরেছেন অভিনেতা। বক্স অফিসে দুহাত খুলে ব্যাটিং করছে ছবিটি। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শীঘ্রই ৪০০ কোটির ঘরে পৌঁছে যাবে ‘গদর 2’।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X