বাংলা হান্ট ডেস্ক : মহাকাশ (Space) থেকে শুরু করে বিভিন্ন গ্রহে স্যাটেলাইট পাঠানোর কাজ তো ভারত (India) ইতিমধ্যেই করে ফেলেছে। আর এবার মহাকাশে মানুষ পাঠাতে স্বপ্নের ‘গগনযান’ মিশনের প্রস্তুতি নিচ্ছে ভারত। সূত্রের খবর, ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে যাবে এই ‘গগনযান’ (Gaganyaan)। তিনদিনের মিশনে পাঠানো হবে তিন মহাকাশচারীকে। যার দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ইতিমধ্যেই সেরে ফেলেছে ইসরো।
এইদিন ফেজ ২ সিরিজে সার্ভিস মডিউল সিস্টেম ডেমো মডেলে এটি তৃতীয় এবং চতুর্থ হট টেস্ট করেছে ইসরো। বেঙ্গালুরু এবং তিরুবনন্তপুরমের লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার থেকে এই সার্ভিস মডিউল সিস্টেম ডেমো মডেল তৈরি করা হয়েছে। মিশনের প্রথম সিরিজের হট টেস্ট করা হয়েছিল ১৯ জুলাই।
ইসরো সূত্রে খবর, উৎক্ষেপণের সময় মহাকাশযানের ইঞ্জিনের হালচাল বোঝার জন্যই এই পরীক্ষা করা হয়েছে। যে কোন মিশনের আগেই এই টেস্ট করা গুরুত্বপূর্ণ। ইসরোর তরফ থেকে টুইট করে জানানো হয়, ২৬ জুলাই গগনযান সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেমের আরও দুটি হট পরীক্ষায় সফলতা মিলেছে। এর আগে ১৯ জুলাইয়ের টেস্টটি ৭২৩.৬ সেকেন্ড পর্যন্ত চলেছিল।
ইসরোর টুইটে জানোন হয়েছে, বুধবারের পরীক্ষায় থ্রাস্টারগুলির পরীক্ষা-নিরীক্ষার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পৃথিবীর কক্ষপথে কীভাবে মহাকাশযানটিকে স্থাপন করা হবে তারপর সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা খতিয়ে দেখতেই মূলত এই পরীক্ষা চালানো হয়েছে। এই আবহে গগনযান মিশনের বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে গেল ইসরো।
পাশাপাশি ইসরো আরও জানিয়েছেন, এখনও গগনযানের তিনটি পরীক্ষা বাকি রয়েছে। বাকি তিনটি পরীক্ষা কখন কোথায় হবে সেই বিষয়ে যাবতীয় চিন্তাভাবনা ইসরোর বিজ্ঞানীরা ইতিমধ্যেই করে ফেলেছেন। এই তিনটি পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হলে তবেই আসল মিশনের জন্য প্রস্তুত হবে ইসরো। উল্লেখ্য, এর আগে বিশাখাপত্তনমের নেভাল ডকইয়ার্ডে গগনযান মিশনের ক্রু মডিউলের রিকভারি ট্রায়াল অপারেশন কম্প্লিট করা হয়েছে।