স্মৃতিস্তম্ভ নিয়ে বিতর্ক! গালওয়ান শহিদের বাবাকে হেনস্তা পুলিসের, করা হল গ্রেফতারও

বাংলা হান্ট ডেস্ক : লাল ফৌজের (Chinese Army) সঙ্গে সংঘর্ষে ২০২০ সালের জুন মাসে শহিদ (Galwan Martyred) হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই শহিদ বীর সেনানির তালিকায় ছিলেন বিহারের বৈশালীর জয় কিশোর সিং-এর নামও। বাড়ির কাছেই শহিদ ছেলের স্মৃতিতে একটি শহিদ বেদিও তৈরি করেছিলেন জয় কিশোরের বাবা। ওই বেদী নিয়েই শুরু হল বিতর্ক। আপত্তি করে প্রশাসন। জয় কিশোরের বাবাকে মারধর করে তুলেও নিয়ে গেল পুলিস।

শহিদ জয় কিশোরের ভাই একজন জওয়ান। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ডিএসপি ম্যাডাম আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমাদের ১৫ দিনের মধ্যে দাদার ওই বেদী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যেই স্থানীয় পুলিস আমাদের বাড়িতে এসে বাবা রাজ কাপুর সিংকে মারধর করে গ্রেফতার করে নিয়ে যায়।’

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এসডিপিও-র দাবি করেন, ওই বেদি তৈরি হয়েছে প্রতিবেশী হরি নাথ রাম-এর সরকারি জমিতে। এভাবেই জমি জবরদখল করা হয়েছিল। সরকারের থেকে এই বিষয়ে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই পদক্ষেপ করেছে প্রশাসন।

army 2

ওই শহিদ বেদিটি তৈরি শুরু হয় গত বছর ফেব্রুয়ারিতে। শহিদ জয় কিশোরের আবক্ষ মূর্তি স্থাপনের সময়ে হওয়া অনুষ্ঠানেও এসেছিলেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। ডিসেম্বর মাসে ওই মূর্তিকে ধিরে দেওয়াল তৈরি করা হয়। তার পরই আপত্তি তোলে স্থানীয় প্রশাসন।

গালোয়ান শহিদের বাবা রাজকুমার সিং বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ৪ ধারায় মামলা করেছে পুলিস। স্থানীয়দের একাংশের বক্তব্য, শহিদ সেনার বাবার সঙ্গে দুর্ব্যাবহার করেছে পুলিস। অবিলম্বে রাজকুমার সিংয়ের মুক্ত চেয়েছেন তাঁরা। অভিযুক্ত পুলিস আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন সকলে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর