Gas Cylinder কানেকশন বন্ধ হয়ে গেছে? চিন্তা নেই! এই স্টেপগুলো মানলেই নিমেষে হবে সমাধান

বাংলাহান্ট ডেস্ক : বাড়িতে দীর্ঘদিন না থাকলে বা একাধিক সংস্থার গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) সংযোগ থাকলে অনেকেই গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) বুক করেন না দীর্ঘদিন। তবে নিয়ম অনুযায়ী, ৬ মাসের বেশি গ্যাস সিলিন্ডার বুক না করলে সেই কানেকশন অটোমেটিক ভাবে নিস্ক্রিয় হয়ে যায়।

গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) কানেকশন পুনরায় চালু করা

পরবর্তীকালে পুনরায় এলপিজি (LPG) কানেকশন সক্রিয় করতে হলে মানতে হয় কিছু নির্দেশ। নিষ্ক্রিয় হয়ে যাওয়া ইন্ডেন গ্যাস সিলিন্ডার কানেকশন পুনরায় চালু করার জন্য পূরণ করতে হয় নির্দিষ্ট আবেদন পত্র। সেই আবেদন পত্র জমা করতে হয় ডিস্ট্রিবিউটরের কাছে। ইন্ডেন গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন ইন্ডেন গ্যাস রি-অ্যাক্টিভেশন ফর্ম।

LPG gas cylinder Government scheme

এছাড়াও ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন রি-অ্যাক্টিভেশন ফর্ম। এই ফর্মে ডিস্ট্রিবিউটরের নাম, কনজিউমার নম্বর, কনজিউমারের পুরো নাম, ছয় মাসের বেশি রিফিল না হওয়ার কারণ ও কনজিউমারের স্বাক্ষর সঠিকভাবে প্রদান করতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, একটি অ্যাকাউন্টের জন্য একাধিক ডি-অ্যাক্টিভেটেড সংযোগ পুনরায় চালু করা হয় না। 

আরোও পড়ুন : দুরন্ত,রাজধানী,বন্দে ভারতের কথা ছাড়ুন! এটিই ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন! জানতেন আপনি?

সেক্ষেত্রে গ্রাহককে ডিস্ট্রিবিউটর পরামর্শ দিতে পারেন সংযোগ বিচ্ছিন্ন করার। আপনার আবেদনের প্রেক্ষিতে ডিস্ট্রিবিউটর রি-অ্যাক্টিভেশনের বিবরণ চাইবে। একজন ব্যক্তিকে একাধিক কানেকশন দেওয়া রোধ করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করে ডিস্ট্রিবিউটর। যদি তথ্য যাচাই করার পর আপনার আবেদন অবৈধ বলে বিবেচিত হয়, তাহলে আপনাকে সারেন্ডার করতে হতে পারে এলপিজি কানেকশন।

Gas Cylinder

কানেকশন পুনরায় সক্রিয় করতে প্রয়োজনীয় নথি : আপনার বন্ধ হয়ে যাওয়া এলপিজি (Liquified Petroleum Gas) কানেকশন পুনরায় সক্রিয় করার জন্য রি-অ্যাক্টিভেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। তার সাথে দিতে হবে ঠিকানার প্রমাণ। কেওয়াইসির জন্য ডিস্ট্রিবিউটর আপনাকে নথি জমা দিতে বলতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর