সর্বনাশ! ঘুষকাণ্ডে বিপদ বাড়ল আদানির, নিউ ইয়র্ক আদালত দিল বড় নির্দেশ

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছিল আমেরিকা। এবার সেই প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মার্কিন আদালত আদানি এবং অন্যদের বিরুদ্ধে নথিভুক্ত সমস্ত মামলার সাজার শুনানির সিদ্ধান্ত নিয়েছে। এনার্জি কন্ট্রাক্ট হাসিল করতে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল আদানির বিরুদ্ধে। তবে, আদানি গ্রুপ বিষয়টি অস্বীকার করেছে।

ঘুষকাণ্ডে বিপদ বাড়ল আদানির (Gautam Adani):

মিডিয়া রিপোর্ট অনুসারে, নিউ ইয়র্ক আদালত আদানি (Gautam Adani) এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করার আদেশ জারি করেছে। আদালত বলেছে, সব মামলার শুনানি যৌথ বিচারে হবে। মূলত, আদালত দেখতে পেয়েছে যে সমস্ত মামলার অভিযোগ এবং লেনদেন একই রকম। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Gautam Adani danger increased in the bribery case.

এই মামলাগুলির মধ্যে রয়েছে ইউএস বনাম আদানি (Gautam Adani) এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বনাম আদানি এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা) এবং এসইসি বনাম ক্যাবনেস (অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি মামলা)। আদালত জানিয়েছে বিচারাধীন প্রক্রিয়ার উন্নতি এবং কেস শিডিউলিং সংক্রান্ত সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিডনি টেস্টের মাঝেই বড় খবর! অবসর নিলেন ভারতের এই ক্রিকেটার, খেলেছেন KKR-এর হয়েও

এমতাবস্থায়, সমস্ত মামলা ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারোফিসকে দেওয়া হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি যে, বিচারপতি গারোফির আদানির (Gautam Adani) বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলাও দেখছেন। বর্তমানে আদালতের কর্মীদের এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বাড়ছে ভারতের অস্ত্রের দাপট! এবার এই মুসলিম অধ্যুষিত দেশ কিনবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র

উল্লেখ্য যে, আদানি এবং বাকিদের বিরুদ্ধে সৌর শক্তির চুক্তি পেতে ২,০০০ কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও, আদানি গ্রুপ অভিযোগগুলিকে “ভিত্তিহীন বলে” অভিহিত করে স্পষ্ট জানিয়েছে যে, “আমরা একটি আইন মান্যকারী সংস্থা।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর