বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় প্রায়শই বড় পরিবর্তন পরিলক্ষিত হয়। এবার এই তালিকায় অনেকটাই এগিয়ে গেলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। তাঁর মোট সম্পদে বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এদিকে, বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তথা টেসলার সিইও ইলন মাস্কের (Elon Musk) সম্পদের পরিমাণও লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। যদিও, ভারতের আরেক ধনকুবের তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani) মোট সম্পদে কিছুটা পতন ঘটেছে।
এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী জানা গিয়েছে যে, ধনকুবেদের তালিকায় শীর্ষ ১০ বিলিয়নেয়ারের মধ্যে ৯ জনের সম্পদ বেড়েছে। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ইলন মাস্ক। তিনি একদিনে ১১.৩ বিলিয়ন ডলারের সম্পদ বৃদ্ধি করেছেন। এমতাবস্থায়, তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২১৬ বিলিয়ন ডলার। এদিকে, শুধুমাত্র গত সোমবারই শীর্ষ ১০ বিলিয়নেয়ারের মধ্যে ৯ বিলিয়নেয়ারের সম্পদ বেড়েছে ২১ বিলিয়ন ডলার।
সম্পদ বৃদ্ধি হয়েছে গৌতম আদানির: উল্লেখ্য যে, বর্তমানে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ ধনকুবের এবং আদানি গ্রুপের মালিক গৌতম আদানির সম্পদেও বৃদ্ধি ঘটেছে। গত সোমবার তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে ২.১৪ বিলিয়ন ডলার। আপাতত আদানির মোট সম্পদের পরিমাণ হল ৬৫.৯ বিলিয়ন ডলার। এদিকে, এই সম্পদ বৃদ্ধির কারণে এখন ধনকুবেরদের তালিকায় তিনি উঠে এসেছেন ১৮ তম স্থানে। এর আগে তিনি এই তালিকায় ছিলেন ২০ নম্বর স্থানে।
আরও পড়ুন: বড় খবর! এবার নিজের বাড়ি বিক্রি করে দিলেন মুকেশ আম্বানি, কত টাকায় হল ডিল?
ক্ষতির মুখে মুকেশ আম্বানি: গত সোমবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদে ব্যাপক ক্ষতি হয়েছে। জিও ফাইন্যান্স সার্ভিসের লিস্টিংয়ের পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে পতন পরিলক্ষিত হয়েছে। যার কারণে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণও কমেছে। মূলত, মুকেশ আম্বানি ১.৮৪ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং আপাতত তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৯৪.৬ বিলিয়ন ডলার। যদিও, ধনকুবেরদের তালিকায় মুকেশ আম্বানি রয়েছেন ১১ তম স্থানেই।
আরও পড়ুন: কাঁড়ি কাঁড়ি টাকা, সম্পত্তিতে আদানি-অম্বানিকেও টেক্কা দেবেন এই পাকিস্তানি মহিলা
কেন বৃদ্ধি পেল মাস্ক ও আদানির সম্পদ: উল্লেখ্য যে, গত সোমবার, টেসলার শেয়ার ৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যার কারণে ইলন মাস্কের মোট সম্পদও লাফিয়ে বৃদ্ধি পায়। অন্যদিকে, ভারতে আদানি গ্রুপের ১০ টি কোম্পানি শেয়ার বাজারে দুর্দান্ত ফলাফল করেছে। যার কারণে গৌতম আদানির মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং তিনি শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় এগিয়ে গিয়েছেন।